মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : বৃহস্পতিবার বালিগাঁও-লৌহজং সড়কের লৌহজং উপজেলার বেজঁগাঁও নাম স্থানে যাত্রীবাহী একটি স্কুটার রাস্তার পাশের খাদে পড়ে ডুবে যায়। ঘটনাস্থলেই যাত্রী সাজ্জাতুল ইসলাম (৩৭) নিহত ও অপর ১০ যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেছে টেম্পোটি পুলিশ আটক করেছে। নিহত সাজ্জাতুল ইসলাম লৌহজংয়ের পশ্চিম বোড়দিয়া গ্রামের সাহেদ আলীর পুত্র । এসব তথ্য দিয়ে লৌহজং থানার ওসি সুব্রত সাহা রাতে জানান, বালিগাঁও থেকে লৌহজংয়ের ঘৌরদৌর আসার পথে ৮ টার দিকে এই দুর্ঘটানা ঘটে।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply