শিক্ষিকা মৃত্যুর ঘটনায় সিরাজদিখানে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিক্ষিকা মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। জানা গেছে, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা লীনা ইয়াসমিনের সঙ্গে প্রতিবেশী সাহাবুদ্দিন মিয়ার ছেলে শাকিলের বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১৫ জুলাই শাকিল শিক্ষিকা লীনা ইয়াসমিনকে মারধর করে।

এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে ১৬ জুলাই থানায় অভিযোগ দাখিল করেন। ১৭ জুলাই মানসিক চাপে থাকার কারণে শিক্ষিকা লীনা স্টোক করলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট রাতে তার মৃত্যু হয়। এ খবরে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে এ কর্মসূচি পালন করে।

শীর্ষ নিউজ
——————

মুন্সীগঞ্জে শিক্ষিকা হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিনা ইয়াসমিন হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে মানববন্ধন হয়েছে। সিরাজদিখান উপজেলা সদরের থানা থেকে কৃষি ব্যাংক পর্যন্ত এই মানববন্ধণে শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন অংশ নেয়। তারা প্রিয় শিক্ষিকা হত্যার বিচারের দাবীতে নানা স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময়।

গত ১৫ জুলাই প্রতিবেশী ছাত্র হায়াত হোসেন ও সাঙ্গপাঙ্গদের হামলায় শিক্ষিকা লিনা ইয়াসমিন গুরতর আহত হয়। ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বাংলাদেশ মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিগত এসএসসি পরীক্ষায় সিরাজদিখান কেন্দ্রে হায়াত হোসেনের নকল ধরে এই সৎ শিক্ষিকা। এতে ক্ষিপ্ত হয়ে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় এখনও হত্যাকারীরা রহস্যজনক কারণে ধরা ছোয়ার বাইরে। সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া গ্রামের ইয়াসিন মিয়ার কন্যা এই শিক্ষিকা হত্যা সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়েছেন সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। নিহত শিক্ষিকার বৃদ্ধ পিতা ইয়াসিন মিয়া কন্না জড়িত কণ্ঠে বলেন, পুলিশের ভূমিকা রহস্যজনক। কন্যা হত্যার বিচার দেখে আমি মরতে চাই। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। তবে এথনও এই ঘটনায় কোন হত্যা মামলা হয়নি।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply