মুন্সীগঞ্জের শ্রীনগরে সাহাবুদ্দিন মিয়া (৭০) নামের এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে উপজেলার উত্তর কামারগাঁও গ্রামের একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কে বা কারা এবং কি কারণে এই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বৃদ্ধা শাহাবুদ্দিন মিয়া শ্রীনগরের উত্তর কামারগাঁও গ্রামে ছেলের শ্বশুর আসমত আলী বেপারীর বাড়িতে থাকত। শুক্রবার রাতে সে নিখোঁজ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণে এই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা স্থানীয় মালেক তালুকদারের পুকুরে ফেলে রেখে যায় বলে এলাকাবাসী ধারণা করছে।
পুলিশ জানায়, এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে উত্তর কামারগাঁও গ্রামের একটি পুকুর থেকে বৃদ্ধা শাহাবুদ্দিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। সে গত দেড় বছর ধরে উত্তর কামারগাঁও গ্রামের বেয়াই বাড়ি বসবাস করতো। তার নিজ বাড়ি একই উপজেলার বাড়ৈখালী গ্রামে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, বৃদ্ধার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বিকেলে মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।
শীর্ষ নিউজ
Leave a Reply