গ্রামবাসীর হামলায় ১০ শ্রমিক আহত, অভিযোগ দায়ের

মুন্সীগঞ্জ সদরের চূড়াইন এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে গ্রামবাসীর হামলায় মাটি কাটার ১০ শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় শনিবার আহত শ্রমিক দুদু মিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায়, সদরের চরাঞ্চল চিতলীয়া বাজার থেকে মাটি ভর্তি দু’টি ট্রলার শুক্রবার বিকেলে চূড়াইন গ্রামে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে গেলে সেখানকার কতিপয় গ্রামবাসী ওই দু’টি ট্রলার ও শ্রমিকদের আটকে রাখে। পরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা রাতে বিদ্যুতের তার মেরামত করে দেয়। এরপর গ্রামবাসী চারপাশ থেকে শ্রমিকদের ঘেরাও করে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মাটি কাটার ১০ শ্রমিক আহত হয়। তাদের মধ্যে শ্রমিক মো. আলী, দুদু মিয়া, হাই ইসলামকে মুন্সীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে গ্রামবাসীর পক্ষে মারধর করার কথা অস্বীকার করেন সাবেক ইউপি মেম্বার মো. ফরহাদ।

শীর্ষ নিউজ

Leave a Reply