ধলেশ্বরী নদী ও খালে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুদস্যূ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বালু দস্যূরা ৩টি বসত ঘর ভাঙচুর করে।
রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, বেশ কয়েকদিন ধরে স্থানীয় প্রভাবশালী সাইজুদ্দিন, আসলাম, সম্রাটের নেতৃত্বে একদল বালু দস্যূ সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রামে ধলেশ্বরী ও সৈয়দপুর খালে ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন করে আসছে। এতে গ্রামবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দেয়। এরইপ্রেক্ষিতে গত শুক্রবার গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে বালু উত্তোলন বন্ধের আহ্বান জানালে বালু দস্যূরো উল্টো তাদের উপর ক্ষেপে যায়। এ ঘটনার জের ধরে আজ সকালে বালু দস্যূরা সংঘবদ্ধ হয়ে সৈয়দপুর গ্রামে হামলা চালিয়ে আয়নাল বেপারী, মান্নান বেপারী ও স্বাধীন সরকারের বসত ঘরে ভাঙচুর চালায়। এতে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ কালে এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ ইসলাম বেপারীকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জাবেদা বেগম, ডলি বেগম, আক্কাস মিয়া, কমলা আক্তার, সোনিয়া আক্তার ও রফিকসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শীর্ষ নিউজ
Leave a Reply