রাহমান মনি
১৯৮০র দশকে বাংলাদেশীরা জাপানে আসা শুরু করলেও ৮৭-৮৮ সালের দিকে এই হার অত্যাধিক বেড়ে যায়। তখন ব্যাচেলারদের সংখ্যাই ছিলো বেশি। ১৯৯০ এর দশক থেকে প্রবাসীরা পরিবার নিয়ে জাপানে বসবাস শুরু করেন। এ সময়ে প্রবাসীদের অনেকেই জাপানি নারীদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়, হঠাৎ করেই বৃদ্ধি পায় ফ্যামিলির সংখ্যা। শুরু হয় দ্বিতীয় প্রজন্ম, শুরু হয় বিভিন্ন পারিবারিক আয়োজনের ধারাবাহিকতার সামাজিক আয়োজন। বাঙালী রমনীদের অংশগ্রহন অনুষ্ঠানগুলোকে আরো সমৃদ্ধ করে তোলে। সকলের মধ্যে একরকম হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে।
আমেরিকা, কানাড, অস্ট্রেলিয়া কিম্বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় জাপান প্রবাসীদের সংখ্যা খুবই নগন্য। সৌদি আরবে যেখানে ২০ লাখেরও বেশি বাংলাদেশীর বসবাস, সেখানে জাপানে বসবাসরত প্রবাসীদের সংখ্যা ১২ হাজারের মত। সংখ্যার দিক থেকে কম হলেও জাপান প্রবাসীদর সাফল্য ঈর্ষনীয়। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশ্নাতীত। টোকিওতে শহীদ মিনার, বৈশাখী মেলার নিয়মিত আয়োজন, প্রবাস প্রজন্মের আয়োজন, বাংলাদেশ ফেস্টিভাল, প্রায় দুই যুগ ধরে সাংস্কৃতিক সংগঠনের অগ্রযাত্রা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান প্রবাসীরা আয়োজন করে আসছেন সকলের সহযোগিতায়। ছোটখাট ভুলত্রুটি ছাড়া সকলের সাথে সকলের হৃদ্যতার সম্পর্ক। এখানে সবাই সবাইকে চেনেন, জানেন। এ পর্যন্ত এধারাই বজায় ছিলো।
কিন্তু সম্প্রতি হঠাৎ করেই এ পরিবেশটি দূষিত হবার উপক্রম হয়েছে। এর পেছনে কিছু লোকের অর্থনৈতিক দাম্ভিকতা এবং অপরদিকে লোভ কাজ করছে। অনেকেই প্রকাশ্যে পরকীয়াতে পর্যন্ত জড়িয়ে পড়ছেন, এতে করে সাধারণ পরিবারগুলোর জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিভিন্ন আড্ডায় বাড়ছে মুখরোচক আলোচনা।
জাপানের আইনে একই সাথে একাধিক স্ত্রী রাখা অবৈধ। তবে পরকীয়া বা রক্ষিতা সম্পর্কে কোন কিছু বলা নেই। কারণ জাপানি সমাজে তা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে তেমন গুরুতর অপরাধ নয়। কিন্তু আমাদের সমাজে ধর্মীয় কিম্বা সামাজিক ভাবে তা গুরুতর অপরাধ। তবে শর্তসাপেক্ষে মুসলিম আইনে একাধিক স্ত্রী রাখার বিধান আছে। দেশ, স্থান, কাল, পাত্র ভেদে আইন ভিন্ন হলেও নৈতিকতার দিক থেকে সর্বস্থানে তা এক ও অভিন্ন। স্ত্রী থাকা সত্বেও বহুগামিতা বা রক্ষিতা পালন নৈতিকস্খলনের সমপর্যায়ে।
সম্প্রতি জাপান প্রবাসী সমাজে জাপানি পাশধারী বাংলাদেশী বংশদ্ভুত এক ব্যবসায়ী (যিনি ছিঁটেফোটার বদলে নিজস্ব পোর্টালে সমাজ সেবক হিসেবে নাম লিখিয়ে থাকেন) এবং অপর এক বাংলাদেশী নারীর বিভিন্ন কার্যকলাপ প্রবাসী সমাজে বিরূপ প্রভাব ফেলছে। বিভিন্নস্থানে মুখরোচক আলোচনার পাশাপাশি স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কতেও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। অনেকেই স্ত্রী কে নিয়ে বিভিন্ন স্থানে যেতে ইতস্ততঃ বোধ করছেন। টিনএজ সন্তানের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অভিভাবকদের। আমার নিজেকেও এধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। কারণ রক্ষনশীল বাঙালী সমাজে ঘরে একজন স্ত্রী থাকা সত্বেও বহু নারীতে আসক্তদেরকে কেউ ভালোচোখে দেখেনা। আর যেহেতু জাপানের আইন একাধিক স্ত্রীর বৈধতা দেয়না, সেহেতু অর্থ খরচ করে পত্রিকায় রঙিন ছবি (যুগল) কিম্বা সভা-সমাবেশে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়াটা গ্রহনযোগ্য নয়।
উল্লেখিত সমাজ সেবকটির ১৬ বছর বয়সী এক কন্যা এবং ১৫ বছর বয়সী এক পূত্র রয়েছে। স্ত্রী বর্তমান থাকলেও সন্তানদেরকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছে। জানা গেছে, একসময় শাশুড়ীর জমি বন্ধক রেখে গাড়ির অকশনের জন্য লোন পেলেও গত ১১ই মে ২০১১তে নির্ধারিত ছুটির অতিরিক্ত ছুটি কাটানোর অযুহাত দেখিয়ে তাকেই কোম্পানি থেকে চাকুরিচ্যুত হয়। শাশুড়ীর অভিযোগ রক্ষিতার প্ররোচণায় এমনটি করা হয়েছে। স্ত্রীকেও কোম্পানি থেকে তাড়ানোর পাঁয়তারা চলছে বলে শাশুড়ী অভিযোগ করেছেন। এদিকে উক্ত তথাকথিত সমাজসেবকের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে তারা প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন বিশেষ করে প্রবাসীদের কোন কোন অনুষ্ঠানে এক রমনীকে স্ত্রী হিসেবে পরিচিত করানোর প্রমান চেয়েছেন ছবি সহ। তাদের বিয়ে সংক্রান্ত কোন কাগজপত্র বাংলাদেশ বা জাপানের কোথাও কোন কাগজপত্র না থাকাতে প্রতারকের বিরুদ্ধে দোষ প্রমান করাটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই প্রতিবেদকের মাধ্যমে তারা বিভিন্ন তথ্য সংগ্রহের আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ এবং বাংলাদেশীদের ভাবমূর্তি রক্ষার্থে প্রবাসীদের এগিয়ে আসা উচিত। আশা করা যায় বাংলাদেশীরা এ ব্যাপারে এগিয়ে আসবেন।
এর আগে জনৈক প্রবাসী মহিলা তার স্বামী ও ৮ বছরের সন্তানকে ঘরে রেখে আসবারপত্র এবং আড়াই বছর বয়সী আরেক সন্তানকে নিয়ে গৃহত্যাগ করেন। এ নিয়ে অনেক দেনদরবার, সালিশ, পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলে প্রবাসীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। স্বামী বেচারা শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিলে বিষয়টি বর্তমানে পারিবারিক আদালতে বিচারাধীন রয়েছে। এখানেও কোন মিমাংসা না হলে প্রচলিত আদালতে মিমাংসার আবেদন জানানো হবে বলে স্বামী নিশ্চিত করেছেন।
ইউরোপ কিম্বা আমেরিকার মত দেশে প্রবাসী সমাজে এমনটি আহরহ ঘটলেও জাপান প্রবাসী সমাজে এমন দৃষ্টান্ত আগে ছিলোনা। ছিঁটেফোঁটা থাকলেও তা ছিলো লোকচক্ষুর অন্তরালে। বর্তমানে তা ঘোষণা দিয়েই হচ্ছে। তাই প্রবাসী সমাজে তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আবেগ ঘটিত ব্যাপারে থাকতেই পারে কিন্তু সেগুলোকে প্রকাশ্য সাধারণ সমাজে মিশ্রন অনেক ক্ষেত্রেই দৃষ্টিকটু এবং সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে।
আমাদের মত যারা সন্তানকে বাংলাদেশের সংস্কৃতিতে বড় করে তুলতে চান তাদের উচিত এ ধরনের কার্যকলাপকে প্রকাশ্যে সামাজিক অঙ্গনে আনাটা নিরুত্সাহিত করা অন্যথায় সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটে বসে থাকা ছাড়া আর উপায় থাকবেনা।
rahmanmoni@gmail.com
Leave a Reply