মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের প্রধান সড়কের সারি সারি বৃক্ষ কর্তন চলছে অবাধে। সোমবার থেকে আকস্মিক এই বৃক্ষ নিধন নিয়ে এলাকাবাসী বাধা দিলে শুরু হয় উত্তেজনা। এব্যাপারে মুন্সীগঞ্জ পৌর মেয়র একএম ইরাদত মানু জানান, সড়কের ড্রেন নির্মানের জন্য গাছগুলো কেটে স্থানীয় ওয়ার্ড কমিশনারের বাড়িতে জিম্মায় রাখা হচ্ছে। পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।
টেন্ডার ছাড়াই কাটা হচ্ছে শহরের উত্তর ইসলামপুরে প্রধান সড়কের পাশে সারি সারি সরকারী গাছ
মুন্সিগঞ্জ নিউজ
Atao chori korar akta new Idea ………………………………