ভারী বর্ষণে জনজীবনে অচলাবস্থা মাওয়ায় ফেরি চলেছে কম

নিম্মাঞ্চল প্লাবিত
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : তিন দিনের বর্ষণে মঙ্গলবার মুন্সীগঞ্জের জনজীবণে অচলবস্থা দেখা দেয়। সকাল থেকে টানা বর্ষণে সুর্যের মুখ দেখা যায়নি। বৃষ্টির ফলে লোকজন ঘর থেকে বের হয়েছে কম। বিভিন্ন হাট বাজারে সীমিত আকারে দোকান পাট খোলা ছিল। ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে দূর পাল্লার যানবাহন চলাচল কম থাকায় মাওয়া থেকে সীমিত সংখ্যক ফেরি চলাচল করেছে।

ভারী বর্ষণে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে লৌহজংয়ের নিম্মাঞ্চলসহ চরাঞ্চলের বহু বাড়িতে পানি প্রবেশ করেছে। কনকসার, খড়িয়া, কুমারভোগ, বড়নওপাড়া, গাঁওদিয়া, শামুরবাড়িসহ চরাঞ্চলের বেশকিছু বাড়িঘর জলমগ্ন হওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply