মুন্সীগঞ্জে নিন্মাঞ্চলে মানুষের কষ্ট আরও বেড়েছে

টানা বর্ষণ
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : টানা বর্ষণে মুন্সীগঞ্জ-বিক্রমপুরের জীবনযাত্রা বুধবারও ব্যাহত হয়েছে। জেলার বিভিন্ন নিন্মাঞ্চলে মানুষের কষ্ট আরও বেড়েছে। টঙ্গীবাড়ি, লৌহজং. শ্রীনগর, সিরাজদিখান এবং সদর উপজেলার চরাঞ্চলের মানুষের কষ্টের যেন সীমা নেই।

টঙ্গীবাড়ি উপজেলার পদ্মাতীরবর্তী শতাধিক পরিবার এখন পানিবন্দী। নিুাঞ্চলের রাস্তা-ঘাট তলিয়ে গেছে। জলমগ্ন হয়েছে বহু বাড়িঘর। দিঘিরপাড়, পাঁচগাঁও ও হাসাইল-বানারী ইউনিয়নের চরাঞ্চলের বহু মানুষ এখন পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। চাঁঠাতিপাড়া গ্রামের শতশত লোকের যাতায়ের একমাত্র রাস্তাটিতে এখন বুক সমান পানি। আউটশাহীর ভোরন্ডা গ্রামের রাস্তাটি হাটু পানিতে তলিয়ে গেছে। এছাড়া নদী ভাঙ্গন কবলিত পাঁচগাঁও, গারুরগাঁও ও হাসাইল এলাকার বহু গৃহহারা মানুষ উচু জমিতে আশ্রয় নিলেও পানিবন্দি জীবনযাপন করছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply