ঢাকা-না’গঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের বেহাল অবস্থা ॥ যাত্রী দুর্ভোগ চরমে

ভাঙ্গা রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে বার বার
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল/রুমন রেজা ॥ রবিবার ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে মালবাহী একটি কাভার্ডভ্যান গর্তে আটকে বিকল হয়ে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার শাসনগাঁও বিসিক শিল্পনগরীর সামনে এ ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় দেড় মাস ধরে চলাচলের অনুযোপযোগী। এর মধ্যেও যান চলাচল করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। এই সড়কটিকে এখন আর সড়ক বলা যাবে না। মনে হবে ডোবা বা পুকুর। কিছু ইটের খোয়া ফেলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই মুন্সীগঞ্জের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ ছাড়াও এই অঞ্চলের আড়াই শ’ শিল্প-কারখানার কর্মকা- মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রবিবার দুপুর ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও বিসিক শিল্প নগরীর সামনে ঢাকাগামী মালবাহী একটি কভার্ডভ্যান গর্তের মধ্যে আটকা পড়ে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে জেলা ট্রাফিক পুলিশের একটি রেকার ঘটনাস্থলে যায়। তবে রেকার যাওয়ার আগেই কভার্ডভ্যানটি গর্ত থেকে উঠতে সক্ষম হয়। দুপুর দেড়টার দিকে কভার্ডভ্যানের মালামাল নামিয়ে এটা গর্ত হতে উঠিয়ে নেয়ার পর আবারও যান চলাচল নামেমাত্র শুরম্ন হলেও ভাঙ্গা রাসত্মাটি এখনও এক রকম অচল রয়েছে। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরিবহনের দীর্ঘ সারি ফতুলস্নার পঞ্চবটি এলাকা পর্যনত্ম বিসত্মৃত হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কেও এর প্রভাব পড়ে।

এক মাসে ওই সড়কে ট্রাক ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ভাঙ্গা রাসত্মার গর্তে পড়ে বিকেল হয়ে পড়ায় বেশ কয়েক বার যান চলাচল বন্ধ হয়ে যায়। পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। পঞ্চবটি থেকে শাসনগাঁও মসজিদ পর্যনত্ম দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের লাগাতার বর্ষণে বড় বড় গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় ভারি যানবাহনের চাকা গর্তে আটকে যাচ্ছে। ফলে বন্ধ হয়ে যাচ্ছে যান চলাচল।

রাজধানী ঢাকার সঙ্গে জেলা শহর মুন্সীগঞ্জের যোগাযোগরের বেহাল অবস্থার কারণে এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। শিল্পনগরী মুক্তারপুর এবং নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীসহ আশপাশের আড়াই শ’ শিল্প-কারখানা মারাত্মক ক্ষতির সম্মুখীন। যোগাযোগ ব্যবস্থার এই নাজুক পরিস্থিতেও কতর্ৃপক্ষ নির্বিকার। মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যনত্ম ৮ কিলোমিটার সরম্ন এই সড়ক চার লেনে উন্নীত করতে সাড়ে ৩শ’ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দিয়ে যেন ঘুমিয়ে আছে রাসত্মাটির মালিক সেতু কতর্ৃপক্ষ।
সড়ক ও জনপথের এ সড়কটির মালিকানা নেয় সেতু কতর্ৃপক্ষ কিন্তু তাদের ভূমিকায় চরম ক্ষুব্ধ পথচারীরা। কিন্তু গত কয়েক মাস ধরে রাসত্মাটির ভয়ঙ্কর অবস্থায় তাদের কোন বিকার নেই। অবস্থা দেখে মনে হয়_ এই রাসত্মা দেখার যেন নেই কেউ। সেতু কতর্ৃপক্ষের সংশিস্নষ্ট নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম জানিয়েছেন, শুষ্ক মৌসুম অর্থাৎ অক্টোবরের আগে সড়কটির সংস্কার সম্ভব নয়। তবে ল-ভ- সড়কের ইটের খোয়া ফেলার জন্য অস্থায়ীভাবে ঠিকাদার নিয়োগ করে ইতোমধ্যেই ১০ লাখ টাকা খরচ করা হয়েছে। বিস্ময়কর বিষয় হচ্ছে_ সড়কটির এই ল-ভ- অবস্থার মূলেই পানি নিষ্কাশন ব্যবস্থা না রাখা। বৃষ্টির পানি জমে গিয়ে সড়কের কয়েকটি অংশ ডুবে গেছে। এটি আগেই ভাবনার কথা থাকলেও রহস্যজনক কারণে নীরব ছিল কতর্ৃপক্ষ। আর বৃষ্টির মৌসুম আসতেই বিপর্যয় ঘটে! ডুবনত্ম সড়কে গাড়ি চলাচল করতে গিয়ে পিচ উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অথচ রাসত্মা থেকে পানি সরে যাওয়ার জন্য পাইপ স্থাপনেই সমস্যার সমাধান হতে পারত। এই রাসত্মা বন্ধ হয়ে যাওয়ায় কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। শিল্পমালিকরা জানিয়েছেন, এই রাসত্মাটুকুর কারণে প্রতিদিন ২ থেকে ৩ কোটি টাকা ক্ষতি হচ্ছে। মুক্তারপুরের শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিবছর ৭শ’ কোটি টাকা সরকারের রাজস্ব আয় হচ্ছে। অথচ সরকার সড়কটি সচল রাখতে কার্যকরী কোন ভূমিকা নিচ্ছে না। তাই বছরের পর বছর শুধু এই রাসত্মার কারণে চরম ক্ষতি হচ্ছে। সেতু কতর্ৃপক্ষ সূত্রে জানা যায়, এই ৮ কিলোমিটার রাসত্মাটির চার লেনে উন্নীত করার একটি প্রকল্প তৈরি করে চার মাস আগে পরিকল্পনা কমিশনে জমা দেয়া হয়েছে। তবে এখনও গ্রিন মার্কই লিস্টেই আসেনি। সাড়ে ৩শ’ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন হলে বাস্তবায়নে সময় লাগবে চার বছর।

জনকন্ঠ

Leave a Reply