শত খানাখন্দ ও বড় বড় গর্তের মুখে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে বুধবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বাস চলাচল পরিবহন মালিকদের বন্ধ ঘোষণার পর গতকাল সকাল থেকে বিকল্প পথে চলাচল শুরু হয়েছে। মুন্সীগঞ্জ শহরের লিচুতলার বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাস ছেড়ে জেলার সিরাজদিখান হয়ে ঢাকা-মাওয়া সড়কে বিকল্প পথে চলাচল করছে। এতে আগের তুলনায় কমপক্ষে আধ-ঘণ্টা বেশি সময় লাগছে। তাছাড়া যাত্রীদের অতিরিক্ত বাস ভাড়াও গুনতে হচ্ছে। এদিকে, গতকাল সকালে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক সংস্কার কাজ চলছে। ঢাকা রোড ডিভিশন ওই সড়কের খানাখন্দ-বড় বড় গর্ত সংস্কারের কাজ করছে। তবে পুরো মাত্রায় সড়ক সংস্কার কাজ ঈদের পরই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বাস মালিক সমিতি ও পরিবহন মালিকদের পক্ষে গত বুধবার সকালে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
বাংলাদেশ প্রতিদিন
ঝাঁকিয়ে ঔষধ খাওয়ার মত ঝাঁকা-নাকা সড়ক । এটাই আমাদের পরম পাওয়া । আর কি চাই ? কতৃপক্ষের কাছে…ঝাঁকিয়ে ঔষধ খাওয়ার মত ঝাঁকা-নাকা সড়ক । এটাই আমাদের পরম পাওয়া । আর কি চাই ? কতৃপক্ষের কাছে…