ঢাকা-চট্টগ্রাম সড়কের গজারিয়ায় বেড়ে গেছে ছিনতাই

ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছিনতাই বেড়ে গেছে। ছিনতাইকারীরা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই দিনে গজারিয়ার বাউশিয়া থেকে জামলদি বাসস্ট্যান্ড পর্যন্ত কমপক্ষে ১৫ টি ছিনতইয়ের ঘটনা ঘটেছে। ঘটনা বৃদ্ধি পেলেও গজারিয়া থানা পুলিশের কোনো তৎপরতা নেই। জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে আব্দুর রহমান নামের এক যাত্রীকে ঢাকা পেঁৗছে দেবার কথা বলে বাউশিয়া থেকে মাইক্রোবাসে তোলা হয়। পরে কিছুদূর যেতেই মাইক্রোবাসের মধ্যে থাকা মলম পার্টির লোকজন তার চোখে মলম লাগিয়ে ২০ হাজার টাকা এবং ১টি মোবাইল সেট হাতিয়ে নেয়।

গজারিয়ার বাটেরচর নামক স্থানে এলে চলন্ত মাইক্রোবাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আব্দুর রহমানের বাড়ি চাঁদপুরের মতলবে। এদিকে একই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর ঢালে সিএনজি চালিত আটোরিকশা আটকিয়ে যাত্রী নজরুল কবিরের কাছ থেকে ৬ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। গত ১৫ আগস্ট কুমিল্লার যাত্রী আউয়ালকে (৫০) ভবেরচর একটি মাইক্রোবাস তাকে ঢাকা পেঁৗছে দেবার কথা বলে জামালদি বাসস্ট্যান্ড এলে তার কাছ থেকে ৪ হাজার টাকা ও ১টি মোবাইল ছিনতাই করে। এব্যাপারে গজারিয়া থানার ওসি আরজু মিয়া বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল পুলিশ জোরদার করা হয়েছে।

যায় যায় দিন

Leave a Reply