প্রভুদের কল্যাণেই ভারতীয় চলচ্চিত্র আমদানির অপচেষ্টা চলছে

চাষী নজরুল ইসলাম
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিম্যান চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐতিহ্যের ধারাকে নষ্ট করা জন্যই এদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানি করা হচ্ছে। একদিকে দেশীয় সংস্কৃতিকে ধ্বংসের চেষ্টা এবং আমাদের দেশের চলচ্চিত্রকে অবহেলা করে ভারতীয় সংস্কৃতির প্রসারে চলচ্চিত্র আমদানির বাণিজ্যিক অপচেষ্টা চলছে। সোমবার বিকেলে জাতীয় যাদুঘরের সামনে সংস্কৃতির মঞ্চ আয়োজিত ‘ভারতীয় পণ্য- ছবির আগ্রাসন : দেশীয় চলচ্চিত্রের বিরুদ্ধে ষড়ষন্ত্র এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন’ র্শীষক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

কায়সার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহিদুল হক জার্নাল, স্টর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক এন রাশেদ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফেরদৌস আহম্মেদ উজ্জল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতির অধ্যাপক নাসিমা আক্তার হোসাইন, শিল্পী অরুপ রাহী ও সাংবাদিক শামসুদোহা সোহেল। তিনি বলেন, দেশীয় চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার জন্য একশ্রেণীর বানোয়াট গোষ্ঠী দালাল হিসেবে কাজ করছে। আর ভারতীয় প্রভুদের কল্যাণেই ভারতীয় চলচ্চিত্র আমদানি করা হচ্ছে যা আমাদের দেশর সংস্কৃতি বোধের মূলে আঘাত হানবে। ভারতীয় চলচ্চিত্র আমদানিতে বাণিজ্যমন্ত্রীর প্রসঙ্গ এনে বলেন, বাণিজ্যমন্ত্রী চলচ্চিত্র শিল্পকে পণ্য হিসেবে ধরে এদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির কারার পরিকল্পনা নিয়েছেন। ফেরদৌস আহম্মেদ উজ্জল বলেন, আমার দেশের মুক্তিযুদ্ধ ও সংগ্রামী ধারাকে ধ্বংস কারার জন্য এই ধরনের দেশ বিরোধী পরিকল্পনাকে রোধ করতে হবে। সাংবাদিক শামসুদোহা সোহেল বলেন, এই ধরণের চলচ্চিত্র আমদানির ঘটনা কোনো বিচ্ছিন্ন কিছু নয়। কড়িডোর সমস্যা যেমন রয়েছে তেমনি সীমান্তে হত্যা আর ভারতীয় শিল্পে শিল্পের কিছু নেই, এমন চলচ্চিত্রকে এনে দেশীয় শিল্পকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। সমাবেশে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীনগর ও খুলনা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন সংহতি প্রকাশ করে। সমাবেশের বক্তারা ভারতীয় চলচ্চিত্র আমদানির অপতৎপরতা অতি শিগগিরই বন্ধ না হলে ঈদের পর জাতীয় আন্দোলনের ঘোষণা দেন।

ন্যাশনাল নিউজ

Leave a Reply