মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনাপুররা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোরে মহাসড়কের ওই স্থানে ঢাকা থেকে চাঁদপুরগামী একটি বাসকে পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে চাঁদপুরগামী বাসটি রাস্তার ওপর কাত হয়ে পড়ে ও সাতজন যাত্রী আহত হয়। এরপর থেকেই মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রেকার দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা চলছিল।
দুর্ঘটনায় আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে মালেক (৪২), হোসেন মোল্লা (২৭) ও মো. লুত্ফর রহমানকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। দুর্ঘটনা পর থেকে মহাসড়কে সৃষ্ট হওয়া যানজটে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দাউদকান্দি উপজেলার হক মিয়া অভিযোগ করেন, ‘আজ সকাল সাতটায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে আড়াই ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। সরকারি ছুটির পরদিন দেরি করে কর্মস্থলে পৌঁছালে কর্তৃপক্ষের চোখ রাঙানো দেখতে হয়।’
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মো. আরিফ হোসেন খান জানান, বাসটি সরিয়ে নিলেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
বিডি রিপোর্ট 24 ডটকম
Leave a Reply