লৌহজং-টঙ্গীবাড়ী সড়কের বুকে বড় বড় গর্ত

শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং থেকে: বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গর্তে যানবাহন আটকে যাওয়ায় বারবার বন্ধ হয়ে যাচ্ছে যানচলাচল ও ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে লৌহজং-টঙ্গীবাড়ী উপজেলার হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বারবার অভিযোগ করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক সংস্কারের কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। লৌহজং-টঙ্গীবাড়ী সড়কের লৌহজং থেকে বালিগাঁও পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। এই ১১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের লাগাতার বর্ষণে বড় গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় ভারী বাহনগুলো পানিতে ডুবে হঠাৎ করেই চলার পথে নষ্ট হয়ে যাচ্ছে। শত শত খানা-খন্দ ও কাদাপানি জমে একাকার হয়ে যাওয়ায় যানবাহন ও সাধারণ চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভুক্তভোগীরা বলেছেন, এ সড়কে নামেমাত্র ইট, সুরকি ব্যবহার করায় সড়কটির বিভিন্ন অংশে কাজ শেষ হওয়ার আগেই গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, লৌহজং থেকে বালিগাঁও বাজার পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে বিশালাকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে মালির অংক পয়েন্টে ও ঘোলতলী সংলগ্ন এলাকায় প্রায় বিকল হয়ে পড়ে যানবাহন। আটকে পড়া বাস ও ট্রাকের পাশ দিয়ে যাত্রী বোঝাই নছিমন, করিমন, টেম্পো, ভটভটি, বাস, ট্রলি চলাচল করায় রাস্তার বাকি অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন যুগান্তরকে জানান, রাস্তায় কোনরকম নিুমানের ইট, সুরকি ও বালু ব্যবহার করে নির্মাণ করায় একপাশের নির্মাণ কাজ শেষ না হতেই অপর পাশে গর্তের সৃষ্টি হয়।

যুগান্তর

Leave a Reply