ক্ষমা না চাইলে বার সভাপতির বিরুদ্ধে মামলা করব : অ্যাটর্নি জেনারেল

রিপোর্ট প্রভাবিত করতে হাসপাতালে যাইনি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুপ্রিমকোর্ট বার সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মিথ্যাচার করেছেন। তার কথায় আমি ব্যথিত হয়েছি। তিনি বলেছেন, আমি নাকি অ্যাডভোকেট এমইউ আহমেদের সুরতহাল রিপোর্ট প্রভাবতি করার জন্য হাসপাতালে গিয়েছি এবং অনেক সময় হাসপাতালে অবস্থান করেছি। কিন্তু আমি মাত্র ১৫ মিনিট হাসপাতালে ছিলাম। অ্যাটর্নি জেনারেল বলেন, খন্দকার মাহবুব তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব।

গতকাল বেইলি রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। পুলিশের নির্মম নির্যাতনে নিহত সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন আহমেদের (এমইউ আহমেদ) মৃত্যু ঘটনার বর্ণনা দিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়নি। তার এ মৃত্যুর ঘটনা সম্পূর্ণ স্বাভাবিক। পুলিশ যদি এমইউ আহমেদের ওপর নির্যাতন করেই থাকে তাহলে বিএনপির আইনজীবীরা কেন বিষয়টি আগে আদালতকে জানাননি। পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে যে অভিযোগ করা হযচ্ছে, তা ভিত্তিহীন। আসলে এমন অভিযোগ করা হচ্ছে লাশের রাজনীতি করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী ও তাকেসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আমাকে হেনস্থা করতেই এ মামলা করা হয়েছে। আমি খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি মামলাসহ বিএনপি নেতাদের নামে দায়ের হওয়া মামলাগুলো শক্তভাবে পরিচালনা করছি। এ কারণেই বিএনপির আইনজীবীরা আমার ওপর ক্ষুব্ধ। এমইউ আহমেদের ওপর নির্যাতনের বিচার চেয়ে তার স্ত্রী সঙ্গে সঙ্গেই হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। হাইকোর্ট এ বিষয়ে রুল দিয়েছেন এবং এমইউ আহমেদের উন্নত চিকিত্সা নিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনার পরও সরকার কেন তার চিকিত্সার খোঁজ-খবর নেয়নি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, বিএনপি মূলত বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাইছে। দেশের হাজার হাজার সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও হত্যামামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে আর একটি সাধারণ মামলায় সুপ্রিমকোর্টের একজন আইনজীবীকে ধরার জন্য গভীর রাতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে নেয়ার কোনো আইনগত ভিত্তি রয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পুলিশের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, পুলিশ তাকে ধরার পরপরই তিনি হার্ট অ্যাটাক করেছেন। পুলিশের গাড়ি ছিল বলেই তাকে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়েছে। তিনি ওইদিন বেঁচে গিয়েছিলেন।

আমার দেশ

Leave a Reply