মোজাফফর হোসেনঃ মুন্সীগঞ্জের শ্রীনগর থানা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। জেলা বি,এনপি কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রতিদ্বন্দ্বী না থাকায় ৯টি ইউনিটের কাউন্সিলর দের সর্বসম্মতিতে যুবরাজ খান কাজল কে সভাপতি এবং মামুনুর রশিদ মামুনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। যুবরাজ খান কাজলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক ইসহাক সরদার, বিশেষ অতিথি ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস, এম জাহাঙ্গীর। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বি এন পির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বাবুল,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক মো: মহি উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম জসিম। সম্মেলনে বক্তারা দেশের স্বাধীনতা সার্ভভৌমত্ব রক্ষা সর্বোপরি বর্তমান জালেম সরকারের পদত্যাগের লক্ষ্যে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঈদ পরবর্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। থানা ছাত্রদলের অন্যান পদ আলাপ আলোচনার ভিত্তিতে পূরণ করা হবে বলে জানান হয়।
মোজাফফর হোসেন
০১৯১৫৬৭৬৬৭২
Leave a Reply