জান্নাতুল ফেরদৌসৗ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ার টেঙ্গারচর গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আ’লীগ নেতা নিহত হওয়ার ঘটনায় ৪৪ জনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে। নিহতের স্ত্রী শামিমা শারমিন বাদী হয়ে শুক্রবার রাতে গজারিয়া থানায় এই মামলা রুজু করেন। অন্যদিকে আ’লীগ নেতা নিহতের পর থেকে টেঙ্গারচর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পুলিশ ঘটনার পর মামলার এজাহারভূক্ত ৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গজারিয়া থানার ওসি মো. আরজু মিয়া জানান, বর্তমানে টেঙ্গারচর গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই মামলার এজাহারভূক্ত আসামী।
উল্লেখ্য, ইউপি নির্বাচন ও আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জের ধওে বৃহস্পতিবার সন্ধায় প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের সমর্থক শাহিন গংদের হামলায় অপর চেয়ারম্যান প্রার্থী এছাক আলীর সমর্থক ও ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক রায়হান মাদবর নিহত হয়।
বিডি রিপোর্ট ২৪
Leave a Reply