মুন্সীগঞ্জ শহরের দেওয়ান প্লাজার বিল্ডিং কোড অমান্য

প্রতিবেশীরা বিপাকে ॥ প্রশাসন নির্বিকার
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : শহরের বাজার এলাকার দেওয়ান প্লাজা বিল্ডিং কোড অমান্য করলেও মুন্সীগঞ্জ পৌরসভা নিরব ভূমিকা পালন করছে। পৌর মেয়র একেএম ইরাদত দেওয়ান প্লাজা’র বিল্ডিং কোড অমান্য করার সত্যতা স্বীকার করে বলেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেশী দেশের সাবেক বিশিষ্ট ফুটবলার মাসুম চৌধুরী জানান, এই ভবনটি তার একতলা ভবন ঘেষে বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ শুরু করে। বিষয়টি পৌরসভাকে জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এর পর একটি বেসরকারি ব্যাংককে (ডাচ-বাংলা ব্যাংক) দ্বিতীয় তলা ভাড়া দেয়ার পর বেশ কয়েটি এসি এমনভাবে স্থাপন করা হয়েছে সব করম হাওয়া এবং পানি তার ঘরে গিয়ে পড়ছে। এতে কয়েকটি পরিবার বিপাকে পড়েছে। এছাড়া চার তলা থেকে উত্তর দিকের ৩ ফুট জায়গা নিয়ে ছাদ তৈরী করা শুরু করেছে। সরকারি খাস জমি দখল করে ভবনটি নির্মাণ করা হলেও প্রশাসন নির্বিকার। ভবনটির মো. জসিমউদ্দিনের সাথে কয়েক দফা চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ভূক্তভোগীরা অভিযোগ করেছে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তুহিনের যোগসাজসে এই ভনবটি বিল্ডিং কোড অমান্য করেই তোলা হয়। পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তুহিন এই অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের নোটিশ দেয়াসহ যাবতীয় দায়িত্ব তিনি যথাযথ পালন করেছেন। কিন্তু ভবন মালিক তা মানেননি।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply