কে কি বললো কোন কথাতে
কি-ই বা তোমার যায় আর আসে,
যার যা কিছু মন চায় হতে
সব সম্ভব এই দূর প্রবাসে।
গড ফাদারের পিছে ঘুরে
হয়নি যাদের কোন গতি,
সাহস করে দেন ঘোষনা
নিজেই হবেন সভাপতি।
লিখতে গিয়ে ভাঙছো কলম
তাতেই বা কার কি আসে যায়,
স্বঘোষিত সম্পাদক হও
তখন তোমায় আর কে পায়।
রাত বিরাতে ফুল নিয়ে সব
পা চেটে যায় পা চাটার দল,
হাজার রকম মোসাহেবি
বাড়বে তোমার জোর মনোবল।
একের অধিক লোক থাকলেই
লাগিয়ে দিয়ে অন্য ছবি,
ছিটে ফোটার বিনিময়ে
কভার পাওয়া তাদের হবি।
সরকারী দলের নেতা হয়ে
সংগে না থাক এই জনগন,
রোজার মাসে ইফতার পার্টি
উপস্থিতি মাত্র তিন জন।
দু’চারটি লিখা লেখেই
নামের আগে ‘বিগ’ গবেষক,
সমাজে যার নেই অবদান
সেই হয়ে যায় সমাজ সেবক।
আগে পিছে যতোই লোকে
ডাকুক তাকে গো-গর্দভ,
মন বাসনা করতে পুরন
এই প্রবাসেই খুব সম্ভব।
টোকিও, ৩ সেপ্টেম্বর, ২০১১
Leave a Reply