সড়কের ওপর বাড়ি!

মেদিনী মন্ডল গ্রামের আবু তালেবের কাণ্ড
ভূমিহীন হিসেবে সরকারি খাসজমি দীর্ঘমেয়াদি লিজ নিয়ে রাস্তার ওপর বসতবাড়ি নির্মাণ করায় বিপাকে পড়েছে ওই এলাকার বেশ কয়েকটি বাড়ির লোকজন। স্থানীয় লোকজনের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটির ওপর লৌহজং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সহকারী কেরানি মো. আবু তালেব বসতবাড়ি নির্মাণ করায় ওই এলাকার লোকজনের বাড়িঘরে যাতায়াত করা দুরূহ হয়ে পড়েছে। লৌহজং উপজেলার উত্তর মেদিনী মণ্ডল গ্রামের মেদিনী মণ্ডল গার্লস কলেজের সামনের রাস্তাসংলগ্ন দক্ষিণ পাশের সরকারি খাসজমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছে আশপাশের কয়েকটি বাড়ির লোকজন। বাড়ি থেকে বের হওয়ার এটাই তাদের একমাত্র রাস্তা।

পতিত এই সরকারি খাসজমিটির ওপর নজর পড়ে স্থানীয় মো. আবু তালেব নামে এক ব্যক্তির। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী কেরানির পদে চাকরি করার সুবাদে ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে মেদিনী মণ্ডল গার্লস কলেজসংলগ্ন জমিটির ৮ শতাংশ কৃষিজমি অতি গোপনে দীর্ঘমেয়াদি লিজ নেয় মো. আবু তালেব ও তার স্ত্রী মাসুদা বেগম। লিজ নেওয়ার সময় তারা নিজেদের ভূমিহীন পরিচয় দেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও বিষয়টি গোপনই ছিল। স্থানীয় লোকজন ওই রাস্তার ওপর দিয়েই চলাচল করেছে। কিন্তু গেল শুষ্ক মৌসুমে বিষয়টি ফাঁস হয়ে যায়, যখন আবু তালেব সরকারি চুক্তি ভঙ্গ করে রাস্তার ওপর বাড়ি নির্মাণ করতে যান। তখন এলাকাবাসী বাধা দিলে বাড়ির ওপর দিয়ে চলাচলে কোনো প্রকার বাধা দেবেন না বলে আবু তালেব কথা দিলে এলাকাবাসী বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করেনি। কিন্তু বাড়ি নির্মাণের পর কয়েক মাস আগে বাড়ির সামনের অংশে টিনের প্রাচীর দিয়ে দেয়ায় এ বাড়ি ওপর দিয়ে এখন আর স্থানীয় লোকজন চলাচল করতে পারছে না। এ ব্যাপারে কথা হলে তিনি অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেন। স্থানীয়রা আবু তালেবের লিজটি বাতিল করে এখান দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছে।

কালের কন্ঠ

Leave a Reply