মাওয়া ফেরিঘাটে দু’টি পল্টুনে দূরপাল্লার যানবাহন লোড-আনলোড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শুক্রবার সকাল থেকে মাওয়া ১ ও ২ নম্বর ফেরিঘাটে দূরপাল্লার যানবাহন লোড-আনলোডে অচলাবস্থা দেখা দেয়। জানা যায়, লোকাল যানবাহনের মাত্রারিক্ত জটে মাওয়ায় দুটি ঘাটের পল্টুনে দূরপালস্নার যানবাহন লোড-আনলোড করায় দূরপাল্লার যানবাহনগুলোকে মাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল ইসলাম জানান, মাওয়ার ১ ও ২ নম্বর ফেরিঘাটের এমন অচলাবস্থার কথা জানিয়ে মাওয়া ঘাট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দফতরের ঊধ্বর্তন কর্মকর্তাদের জানিয়ে চিঠি দিয়েছে।
এদিকে, পদ্মায় নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। মাওয়া-কবুতরখোলা-কাউলিয়ারচর-হাজরা-কাওড়াকান্দি নৌ চ্যানেলের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে থাকা বিসত্মৃত ডুবোচরের পলি অপসারণে ডেজিং শুরু হয়েছে।
মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচরে ড্রেজিংয়ের কাজ শুরু হলেও মান্ধাতার আমলের ড্রেজার মেশিনের ব্যবহার নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
পলি উত্তোলনে পদ্মার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বিআইডব্লিউটি এর ডেল্টা-১৩৫ ও ডেল্টা-১৩৮ ড্রেজার মেশিনের মাধ্যমে পুরোদমে চলছে ডেজিং কাজ। তবে কতদিন পর্যন্ত এ কাজ চলবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা২৪ ডটনেট
Leave a Reply