মাওয়ায় যানজট, যাত্রীরা দুর্ভোগে

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : যানজটে ফেরিতে যানবাহন ওঠানাময় বিলম্বের কারণে মুন্সীগঞ্জের মাওয়ায় যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক সিরাজুল হক জানান, জায়গার অভাবে এক একটি গাড়ি ফেরি থেকে নামাতে দেড় থেকে দুইঘণ্টা সময় লাগছে। এছাড়া, ফেরিতে ঠিকমতো গাড়ি উঠতে না পারায় মাওয়া থেকে কাওড়াকান্দিগামী ফেরিগুলো কম যানবাহন নিয়ে যাত্রা করতে হচ্ছে। তবে ঘাটে পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে বলে এই কর্মকর্তা জানান।

সিরাজুল হক শুক্রবার সন্ধ্যা ৭টার জানান, মাওয়া ঘাট থেকে চৌরাস্তা ছাড়িয়ে খান বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।

একদিকে যানবাহনগুলো ফেরিতে উঠতে পারছে না। অপরদিকে ফেরি থেকে যানবাহন নামানো যাচ্ছে না। কোনো কোনো যাত্রী পায়ে হেঁটে আবার কেউবা রিকশা ভ্যানে দুই কিলোমিটার দূরে গিয়ে ঢাকার বাসে উঠছে। বিশেষ করে মহিলা ও শিশুদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তায়েফুজ্জামান জানান, লোকাল বাস বেশি হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। ঈদের আগে মাওয়া ঘাট থেকে লোকাল বাস স্ট্যান্ডগুলো মাওয়া চৌরাস্তায় সরিয়ে নেওয়ায় তেমন যানজট ছিল না। কিন্তু ঈদের পরদিন থেকে লোকাল বাসগুলো ঘাটে চলে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে,।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply