আটঘণ্টার ব্যবধানে ফেরি রামশ্রী দুইবার বন্ধ

উদ্ধার হওয়ার সাড়ে আটঘণ্টা পর ফেরি রামশ্রী আবারো দেড়ঘণ্টার জন্য আটকেছিল একই স্থানে, পদ্মার ডুবোচরে। শুক্রবার রাত পৌনে ১টায় প্রথমে ফেরিটি মাওয়া-কাওরাকান্দি রুটের নাওডোবা এলাকায় আটকা পড়ে। শনিবার সকাল ৭টায় উদ্ধারের পর বিকাল সাড়ে ৩টায় আবারো আটকা পড়ে দেড়ঘণ্টার জন্য। মাওয়ার বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, বিকাল সাড়ে ৩টায় ২২টি যান নিয়ে ফেরি রামশ্রী আটকা পড়ে।

এ সময় মাওয়া-কাওড়াকন্দি রুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। ফেরি বরকত, রুহুল আমিন ও কপোতী শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় আটকে পড়ে।

উদ্ধারকারী জাহাজ আইটি ৩৯১ রামশ্রীকে টেনে নামালে বিকাল ৫টায় আবার ফেরি চলাচল শুরু হয়।

সিরাজুল হক আরো বলেন, এর আগে শুক্রবার রাত পৌনে ১টায় একই ফেরি একই স্থানে মাওয়ায় আসার পথে আটকা পড়ে।

এতে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে অন্তত দুইশ’ যান নিয়ে ১০টি ফেরি পদ্মায় আটকা পড়ে। ওইসব যানবাহনে কয়েকহাজার মানুষ ভোগান্তিতে পড়ে।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে সৃষ্টি হয় যানজট। শনিবার সকাল ৭টায় এটি উদ্ধারের পর ফেরি সার্ভিস সচল হয়।

বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, ফেরি চলাচলকারী একমাত্র চ্যানেল কবুতরখোলা-কাউলিয়ারচর-নাওডোবা-হাজরা-চরজানাজাত সরু হওয়ার কারণে একটি ফেরি আটকা পড়লে আর কোনো ফেরি চলাচল করতে পারে না।

নাব্যতা সঙ্কটের কারণে ইতোমধ্যেই মাগুরখ- চ্যানেল বন্ধ রাখা হয়েছে।

বিডি নিউজ 24

Leave a Reply