ফেরি চলাচল পর্যবেক্ষণে টাস্কফোর্স

পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ও নৌ-পথ সংরক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য দু’টি টাস্কফোর্স গঠন করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়। এ দুটি রুটে ফেরি চলাচল অব্যাহত রাখতে সোমবার নৌপরিবহণ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করে। মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

স¤প্রতি পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি ফেরিরুটে নদীর নাব্যতা হ্রাস ও ডুবোচরের কারণে ফেরি চলাচল বিঘিœত হয়।

ফেরি চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত দুই কমিটির সদস্যরা নিজ নিজ ঘাটে অবস্থান করবেন।

অফিস আদেশে বলা হয়, দুটি কমিটির কাজ হবে নৌ-চলাচলের জন্য নৌ-পথ ড্রেজিং, সংরক্ষণ ও চিহ্নিকরণের কাজ পর্যবেক্ষণ করা; ফেরিঘাট ও নৌ-চ্যানেলে পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া ও মন্ত্রণালয়কে জানানো; যানবাহন সুশৃঙ্খলভাবে পারাপারে নির্দেশনা দেয়া এবং প্রতিদিন ফেরিঘাটের অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো।

পাটুরিয়া-দৌলতদিয়া রুটের জন্য গঠিত টাস্কফোর্স কমিটির আহবায়ক বিআইডব্লিউটিএ-এর সদস্য (প্রকৌশল) ফিরোজ আহম্মেদ। এ কমিটির সদস্যরা হলেন, রাজবাড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ-এর প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন, পরিচালক (সিএমপি) এমদাদুল হক, মহাব্যবস্থাপক (কার্গো ও ফেরি) মোশাররফ হোসেন হাওলাদার এবং সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) মো. কুদ্দুস হাওলাদার।

মাওয়া-কাওড়াকান্দি রুটের জন্য গঠিত টাস্কফোর্স কমিটির আহবায়ক বিআইডব্লিউটিসি-এর পরিচালক (প্রশাসন) ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল। এ কমিটির সদস্যরা হলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি, বিআইডব্লিউটিসি-এর উপ মহাব্যবস্থাপক (বাণিজ্যিক ) শেখ মো. নাসিম, উপ মহাব্যবস্থাপক (মেরিন) মো. নুরুল আবছার, উপ-প্রধান প্রকৌশলী (মেরিন) এস এম মাশুকুল আলম এবং যুগ্ম-পরিচালক (সিএমপি) এস এম আব্দুল হাই।

বিডি নিউজ 24

Leave a Reply