সিরাজদিখানে অপহরণের পর এক বিউটিশিয়ান গণধর্ষণের শিকার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপহরণ করে নিয়ে এক বিউটিশিয়ানকে চিহ্নিত দুর্বৃত্তরা গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লম্পটদের ব্যবহৃত মোটরবাইক জব্দ করেছে। গতকাল মঙ্গলবার সকালে পাথরঘাটা এলাকার শাহ আলম (৩২), নাসের (৩১) ও সম্রাট (৩০) নামের ৩ জনকে আসামি করে ধর্ষিত বিউটিশিয়ান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঢাকার উত্তরা থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে আসার সময় পথিমধ্যে বিউটিশিয়ানকে লম্পটরা অপহরণ করে নিয়ে যায়। তারপর একটি বাগানবাড়িতে নিয়ে রাতভর গণধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে ধর্ষিতাকে বাগানবাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা করা হয়েছে। রোববার গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার পাথরঘাটা এলাকায় হাজি শমসেরের বাগানবাড়ির নির্জন স্থানে বিউটিশিয়ানকে (২৬) গণধর্ষণ করে দুর্বৃত্তরা। সোমবার ভোরে বাগানবাড়ি থেকে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সিরাজদিখান থানা পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে। গণধর্ষণের শিকার বিউটিশিয়ান ঢাকার উত্তরার ড্রিমল্যান্ড বিউটি পার্লারে কর্মরত ছিলেন।

সিরাজদিখান থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, সিরাজদিখানের বাহেরকুচি এলাকায় আত্মীয় মো. শামীমের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে ঢাকার উত্তরা থেকে ওই বিউটিশিয়ান তার এক বান্ধবীকে নিয়ে সিএনজিযোগে রোববার রাতে রওনা দেয়। ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী ২ নম্বর সেতু এলাকায় মোটরবাইকযোগে ৩ লম্পট সিএনজির গতিরোধ করে। এ সময় লম্পটরা জোরপূর্বক বিউটিশিয়ানকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এরপর তাকে সিরাজদিখানের পাথরঘাটা এলাকার বাগানবাড়িতে নিয়ে আটকে রেখে রাতভর গণধর্ষণ করে। সোমবার সকালে ধর্ষিতার জবানবন্দি রেকর্ড করে পুলিশ।

ডেসটিনি

One Response

Write a Comment»
  1. দ্বিতীয় মেয়েটির কি হইছিল ? এটা লেখেন দয়া করে।

Leave a Reply