মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : স্বাধীনতা যুদ্ধের গৌরবগাঁথা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় “বিজয় স্তম্ভ’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ভিত্তি ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। এর আগে এখানে এক আলোচনাসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেন।
আবুল বাশার খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সেতু বিভগের সচিব মোশারফ হোসেন ভূইয়া, জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও যুদ্ধকালীন কমান্ডার ঢালী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
প্রায় এক কোটি টাকা ব্যয়ে বেসরকারী উধ্যোগে কাজীর পাগলা মুক্তিযোদ্ধা ইউনিট কল্যাণ সংস্থা এই “বিজয় স্তম্ভ গোয়ালীমান্দ্রা” স্থাপনের উদ্যোগ নিয়েছে।
’৭১ সালের ২৮ আগস্ট এখানে ২৮ ঘন্টা যুদ্ধে ২১ রাজাকারসহ ৭৬জন হানাদার বাহিনী এখানে নিহত হয়। মুক্তিযোদ্ধাাদের এই সফল যুদ্ধ এই অঞ্চলের অন্যতম ঘটনা। প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশ প্রেমের মাধ্যমেই জাতির অর্থনৈতিক মুক্তি সম্ভব। তাই এই বিজয় স্তম্ভ বাঙালির বীরত্ত্বগাথা মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুন্সিগঞ্জ নিউজ
————————-
মুক্তিযুদ্ধের চেতনা ও দেশ প্রেমের মাধ্যমেই জাতির অর্থনৈতিক মুক্তি সম্ভব-হুইপ এমিলি
মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় “বিজয় স্তম্ভ’র ভিত্তি প্রস্তর স্থাপন
কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে : জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশ প্রেমের মাধ্যমেই জাতির অর্থনৈতিক মুক্তি সম্ভব। তাই এই বিজয় স্তম্ভ বাঙালির বীরত্ত্বগাথা মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার স্বাধীনতা যুদ্ধের গৌরবগাঁথা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় “বিজয় স্তম্ভ”র ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবুল বাশার খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সেতু বিভগের সচিব মোশারফ হোসেন ভূইয়া, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, যুদ্ধকালীন কমান্ডার ঢালী মোয়াজ্জেম হোসেন, পুলিশের সাবেক আইজি আওলাদ হোসেন মিয়া, আ. শহীদ ভূইয়া, ওসমানগনি তালুকদার, ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, এম এম এনামূল হক, এনামূল হক চৌধুরী, ফকির আব্দুল হামিদ প্রমুখ।
প্রায় এক কোটি টাকা ব্যয়ে বেসরকারী উধ্যোগে কাজীর পাগলা মুক্তিযোদ্ধা ইউনিট কল্যাণ সংস্থা এই “বিজয় স্তম্ভ গোয়ালীমান্দ্রা” স্থাপনের উদ্যোগ নিয়েছে।
—————–
নায়কদের অনুপস্থিতিতে বিজয় স্তম্ভ
শনিবার দুপুরে স্বাধীনতা যুদ্ধের গৌরবগাথা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালনিমান্দ্রায় ‘বিজয় স্তম্ভ’র ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। ‘৭১ সালের ২৪ আগস্ট এখানে ২৮ ঘণ্টা যুদ্ধে ২১ রাজাকারসহ ৭৬ হানাদার বাহিনী নিহত হয়। মুক্তিযুদ্ধে এ অঞ্চলের সবচেয়ে সফল যুদ্ধের মূল নায়করাই ছিলেন অনুপস্থিত। জীবনবাজি রেখে যাঁরা দেশমাতৃকার জন্য বীরত্বের পরিচয় দেন তাঁদের দেখতে না পেয়ে অনেকেই হয়েছেন হতাশ। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি স্বয়ং বলেছেন, আলোচিত এ সফল যুদ্ধের অন্যতম নায়ক মুক্তিযুদ্ধের সময়ের শ্রীনগর থানা কমান্ডার জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ভাই আজকের এ অনুষ্ঠানে উপস্থিত থাকলে এ আয়োজনটির গুরম্নত্ব অনেকাংশেই বৃদ্ধি পেত। তিনি শুধু এ যুদ্ধেই বীরত্বের পরিচয় দেননি, দৈনিক জনকণ্ঠ প্রকাশ করে গোটা জাতিকে স্বাধীনতার চেতনায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে বিরাট অবদান রেখেছেন। শত রক্তচক্ষুও তাঁর সম্পাদকীয় আদর্শের এতটুকু চু্যতি ঘটাতে পারেনি। দীর্ঘ সময় ধরে তাঁর এ পত্রিকা যে ভূমিকা রেখে চলেছে তা বিরল। শুরু থেকেই বিশাল কলেবরের দৈনিক জনকণ্ঠের একটি শব্দ বা লাইনও স্বাধীনতার বিপক্ষে যায়নি। তাই আজকের এ অনুষ্ঠানে জনগণের প্রতিনিধি হিসাবে আমি বিশেষভাবে তাঁকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এ যুদ্ধে নেতৃত্বদানকারী আলহাজ মোঃ সোলাইমানসহ সকল বীর যোদ্ধাকে স্মরণ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে এ স্বাধীনতা যুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধাসহ যাঁদের নূ্যনতমও অবদান ছিল সকলকে আজ শ্রদ্ধা জানাচ্ছি।
এ যুদ্ধে প্রথম কোথা থেকে গুলি ছোড়া হয়েছিল, কোথায় যুদ্ধ শেষে বিজয় নিশ্চিত হলো; প্রতিটি স্থান চিহ্নিত করে সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশিস্নষ্টদের আহ্বান জানান। আয়োজকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কোনরকম মতভেদ না রেখে সভা করে সকলকে নিয়ে মিলেমিশে এ বিজয় সত্মম্ভটির নির্মাণকাজ বাসত্মবায়ন করতে হবে। কোনরকম গ্রম্নপিং বা দলীয়করণ করা হলে সেই বিজয়ের যথাযথ মর্যাদা ক্ষুণ্ন হবে।
এ যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা শেখ কামালউদ্দিন জানান, তাঁকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। একই অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন। তাঁরা জানান, এ কারণে অনেকেই মনে ব্যথা পেয়েছেন। তাঁদের বীরত্ব নিয়ে মহাআয়োজন করা হলেও এমন অনেকে যাননি মনোকষ্টের কারণে। এ যুদ্ধে অংশগ্রহণকারী আরও যাঁরা দাওয়াত পাননি তাঁদের মধ্যে রয়েছেন মোবারক হোসেন মকবুল, মাহবুর রহমান অরম্নণ, আহম্মদ হোসেন খান, আলী আকবর, আব্দুল মতিন, মোঃ খবির উদ্দিন, ফরহাদ হোসেন, ইকবাল হোসেন, এজি গনি, শাজাহান মোড়ল। ৬০/৭০ জন মুক্তিযোদ্ধা এ যুদ্ধে অংশগ্রহণ করলেও তাঁদের অধিকাংশই অনুপস্থিত ছিলেন বলে শেখ কামালউদ্দিন জানান।
এসব কারণেই এ অনুষ্ঠানে বিশেষ অতিথি দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউলস্নাহ খান মাসুদ অনুপস্থিত ছিলেন। জনাব মাসুদ জানান, আমার সঙ্গে যাঁরা জীবনবাজি রেখে এ যুদ্ধ অংশ নিয়েছেন, তাঁদের একজনও যদি আমন্ত্রণ না পান আমি তো তাঁদের রেখে সেখানে যেতে পারি না।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা থাকলেও একইভাবে অনুপস্থিত ছিলেন আলহাজ মোঃ সোলাইমান। আরেক বিশেষ অতিথি এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ছিলেন অনুপস্থিত। অনুষ্ঠানে আসা অনেকেই হতাশ হয়েছেন।
পরে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ আবুল বাশার খান। বক্তব্য রাখেন সেতু বিভগের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া, জেলা প্রশাসক মোঃ আজিজুল আলম, যুদ্ধকালীন মুজিববাহিনী কমান্ডার ঢালী মোয়াজ্জেম হোসেন, পুলিশের সাবেক আইজি আওলাদ হোসেন মিয়া, কমান্ডার আঃ শহীদ ভূঁইয়া, ওসমান গনি তালুকদার, ফকির আব্দুল হামিদ, ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, এনামুল হক চৌধুরী খশরম্ন, এমএম এনামুল হক, সেলিম আহম্মেদ মোড়ল, আব্দুল ওয়াদুদ খান, আব্দুর রাজ্জাক খান, মহসিন গাজী, ফয়জুলস্নাহ খান জীবন এবং আলহাজ মোঃ হারম্নন-অর রশিদ চৌধুরী।
প্রায় এক কোটি টাকা ব্যয়ে বেসরকারী উদ্যোগে কাজীর পাগলা মুক্তিযোদ্ধা ইউনিট কল্যাণ সংস্থা ১শ’ ফুট উঁচু ‘বিজয় সত্মম্ভ গোয়ালনিমান্দ্রা’ বাসত্মবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ সত্মম্ভের জন্য ইতোমধ্যে ৫ শতাংশ সরকারী জমি বরাদ্দ হয়েছে বলে আয়োজকরা জানান। আলোচনা শেষে দুপুরে ‘বিজয় সত্মম্ভে’র ভিত্তিফলক উন্মোচন করা হয়।
মুক্তিযোদ্ধা শেখ কামালউদ্দিন জানান, ২০০৭ সালের ১৬ ডিসেম্বরে এ ‘বিজয় সত্মম্ভ বিক্রমপুর’ নামে মুন্সীগঞ্জ-বিক্রমপুর জেলা বাসত্মবায়ন পরিষদ এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা যৌথভাবে এ ফলক উন্মোচন করেছিলেন। একই ঘটনায় আরেক ফলক উন্মোচনের ঘটনায়ও তিনি বিস্ময় প্রকাশ করেন।
জনকন্ঠ
—————–
Leave a Reply