কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে নতুন মুখের সন্ধানে নেমেছে দলের নেতাকর্মীরা। শনিবার অনুষ্ঠিত উপজেলা ছাত্রলীগের এক কর্মী সভায় সভাপতি পদে নতুন মুখের সন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সিরাজদিখান উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় আ’লীগ ও জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজদিখান ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ সম্প্রতি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এতে তার স্থলে নতুন মুখের সন্ধানে নেমেছে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, নতুন সভাপতি নির্বাচনের লক্ষ্যে কর্মী সভার আয়োজন করা হয়। দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে একটু সময় নিয়ে সভাপতি নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Leave a Reply