সাবেক সাংসদ করিম বেপারীর মৃত্যুতে শেখ হাসিনা’র শোক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, প্রবীণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাদেশিক, সাবেক গণপরিষদ ও সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল করিম বেপারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক শোক বিবৃতিতে তিনি বলেন, মরহুম আব্দুল করিম বেপারী পাকিস্তানী ঔপনিবেশিক শাসনামলে জেল-জুলুম-অত্যাচার-নির্যাতনকে উপেক্ষা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির মুক্তির সংগ্রামে অনন্য অবদান রেখে গেছেন। আমাদের সুমহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা লাভের পর দেশ পুনর্গঠনে তিনি অপরিসীম দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর সামরিক স্বৈরশাসনবিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা অবিস্মরণীয়।

তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী, সৎ ও দক্ষ সংগঠককে হারালো বলে বিবৃতিতে শেখ হাসিনা উল্লেখ করেন।

তিনি করিম বেপারীর পবিত্র রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গেও প্রতি গভীর সমবেদনা জানান।

বাসস

Leave a Reply