মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে শহরের ধলেশ্বরী নদীতে নৌকা বাইচ উৎসব আজ শুক্রবার। এই উপলক্ষে নদী বেশিষ্ট বিক্রমপুর তথা মুন্সীগঞ্জে এক ভিন্ন রকমের পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশাল এই আয়োজনটি বেলা আড়াইটায় শুরু হবে মুন্সীগঞ্জের মিরকাদিম নদী বন্দর থেকে। এসে শেষ হবে তিন কিলোমিটার দূরের মুন্সীগঞ্জ শহরে। ২৫, ৫০ ও পঞ্চাশোর্ধ মাল্লার নিদিষ্ট প্রতিযোগী ছাড়াও ২মাল্লা দম্পতি চালিত ডিঙ্গি নৌকা প্রতিযোগিতা থাকবে এই উৎসবে। হরেক রকমের শতাধিক নৌকার এই সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যেই প্রতিযোগীরা নাম লিখিয়েছেন। এই আয়োজনকে ঘিরে এখন সাঁজ সাঁজ রব পড়ে গেছে ধলেশ্বরী তীরের মফস্বল শহরটিতে।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর সহচর মোহাম্মদ মহিউদ্দিন।
আয়োজক কমিটির প্রধান জেলা প্রশাসক মো. আজিজুল আলম ঊৎসবের খুটিনাটি উল্লেখ করে জানান, নতুন প্রজন্মকে দেশজ সংস্কৃতির সঙ্গে পরিচয় রাখা এবং আবহমান বাংলার এই ঐহিত্যকে ধারণ করার জন্যই সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ এই জনপদে গতবারের চেয়েও বড় আকারে আসরের প্রস্তুতি চলছে। একই সাথে এই উৎসব নিয়ে ‘হৈয়া’ নামের একটি স্মরণিকাও প্রকাশ হচ্ছে।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply