বাউল গানের উজ্জ্বল নক্ষত্র আব্দুর রহমান বয়াতী

গৌতম পাণ্ডে
আমাদের দেশে বাউল গানের উজ্জ্বল নক্ষত্র আব্দুর রহমান বয়াতী। প্রায় চার যুগ ধরে তিনি বাউল গানে বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশের মঞ্চ মাতিয়েছেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বুশের আমন্ত্রণে হোয়াইট হাউসে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকে তিনি জীবনের গর্ব অনুভব করেন। মৃত্যু পথযাত্রী আমাদের লোকসঙ্গীতের এই কীর্তিমান পুরম্নষ এখন খুবই অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। মুখ ফুটে বলতে পারেন না তাঁর হৃদয়ে জমে থাকা বেদনার কথা। চোখ দিয়ে দেখতে পারেন না তাঁর অতি নিকটতম স্বজনদেরও। মাতুয়াইল মৃধাবাড়ি রেজিস্ট্রি অফিসের পাশে একটি বাড়ির নিচতলায় পরিবারসহ ভাড়া থাকেন এই শিল্পী। ছেলে আলম বয়াতীর সামান্য রোজগারে খুব কষ্টে পরিবারের খরচের যোগান হচ্ছে। শিল্পী আব্দুর রহমানকে কিছু জিজ্ঞেস করলে হাত উঁচু করে আর বুক চাপড়ে তাঁর মনের অভিব্যক্তি জানানোর চেষ্টা করেন। কিছু যেন বলতে চান আকার-ইঙ্গিতে। এতে বোঝা যায় চিন্তাশক্তি একেবারে শেষ হয়ে যায়নি। খুব চেষ্টা করে লোকগানের এই জীবনত্ম কিংবদনত্মির কাছ থেকে তাঁর মনের একটি সুপ্ত ইচ্ছার কথা উপলব্ধি করতে পারলাম। তাঁর বিদগ্ধ হৃদয়ে জমে থাকা একটা বাসনা হলো, জাতীয়ভাবে একটি পুরস্কারের প্রত্যাশা। মানুষকে গান শুনিয়ে আনন্দ দিয়ে গেছেন সারাজীবন যে মানুষটি, দেশে-বিদেশে অনেক সুনাম কুড়িয়ে বাংলা লোকগানকে করেছেন সমৃদ্ধ, এখন তাঁর রম্নগ্ন-ভগ্ন অসুস্থ শরীরের বিছানার চার পাশে আছে শুধু কিছু পুরস্কারের স্মৃতিচিহ্নস্বরূপ ক্রেস্ট। ভাবতে অবাক লাগে, অর্থের অভাবে বিনা চিকিৎসায় আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের এই মহান শিল্পী দিনের পর দিন বিছানায় শুয়ে মৃতু্যর প্রহর গুনছে। ছেলে আলম বয়াতীর মুখ থেকে আব্দুর রহমান বয়াতীর জীবনের কিছু অংশ জানা সম্ভব হয়।

ঢাকার দয়াগঞ্জে ১৯৩৬ সালে ১ জানুয়ারি আব্দুর রহমান বয়াতির জন্ম। দয়াগঞ্জ বাজারে তাঁর বাবা তোতা মিয়ার একটি হোটেল ছিল। সেখানে মাঝে মধ্যে অনেক গুণী বাউল শিল্পীর আসর বসত। সেখান থেকেই ধীরে ধীরে তাঁর ভেতর গানের প্রতি ভালবাসার সূত্রপাত। ছোটবেলা থেকেই বাউল গানের প্রতি ছিল তাঁর অদম্য আকর্ষণ। যেখানে বাউল গানের আসর বসত সেখানেই ছুটে গিয়ে সামনের সারিতে বসে মনেপ্রাণে গান শুনতেন। প্রখ্যাত বাউল শিল্পী আলাউদ্দিন বয়াতী, মারফত আলী বয়াতী, খালেক দেওয়ান, হালিম বয়াতী, রজ্জব আলী দেওয়ান, আলেক দেওয়ান , দলিল উদ্দিন বয়াতীসহ বহু শিল্পী প্রায়ই আসতেন গানের অনুষ্ঠান করতে। বাবার অনুপস্থিতিতে কোন কোন দিন মনভরে বাংলার বাউল গান শুনতেন এবং নিজেও রপ্ত করে ফেলতেন। গানে প্রাতিষ্ঠানিক কোন শিৰা না থাকলেও, তাঁর একটি অসাধারণ ৰমতা ছিল_একটি গান একবার শুনলে পরৰণে হুবহু গাইতে পারতেন তিনি। একা একা বসে চেয়ার-টেবিল অথবা মাটির পাতিলকে বাদ্যযন্ত্র হিসেবে বেছে নিয়ে গুনগুনিয়ে গান করতেন। এক অনুষ্ঠানে স্থানীয় কিছু লোক তাঁকে গান গাইতে বললে গানপাগল কিশোর আব্দুর রহমান গেয়ে উঠলেন_ ‘লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম এনই সাধের ডুগডুগি, আমার কদুর বয়সে করলো বৈরাগী’। তাঁর কণ্ঠের সুরের কারম্নকাজ শুনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী আলাউদ্দিন বয়াতী, সঙ্গে সঙ্গে তাঁকে বুকে টেনে নেন। সেই থেকে শুরম্ন হলো তাঁর নতুন জীবন। মনে মনে গ্রহণ করেন এই কালজয়ী বাউল শিল্পীর শিষ্যত্ব্ব। আব্দুর রহমানের সঙ্গীত জগতে প্রবেশ পথে বাঁধা হয়ে দাঁড়ালেন তাঁর বাবা। ছেলের গান গাওয়াকে তিনি মেনে নিতে পারলেন না। এমন সময় তাঁর পাশে ভাগ্যদেবী হয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন মা আজমেরী বেগম। বাবার সাফ জানিয়ে দেয়া, ছেলে গান গাইলে ঘরের দরজা তাঁর জন্য চিরতরে বন্ধ।

বাবার এত নিষেধ অমান্য করেও রহমান ছুটে যেতেন বয়াতীদের গানের আসরে। কখনো কখনো বাবার বকুনি খেয়ে গানের জন্য ঘর পালালেও, মমতাময়ী মা রাতের আঁধারে চুরি করে ভাতের থালা তুলে দিতেন সনত্মানের হাতে। মায়ের মনের সুপ্ত ইচ্ছা ছিল, তাঁর ছেলে একদিন বড় সঙ্গীতশিল্পী হবে। এজন্যই তিনি মমতা দিয়ে আগলে রেখেছিলেন তাঁকে। প্রতি বৃহস্পতিবার হাইকোর্ট মাজারে কাওয়ালি গানের আসর বসত। ১৫ মিনিট সময় দেয়া হত বাউল গানের জন্য। আব্দুর রহমান যথারীতি চলে যেতেন এবং গান শুনিয়ে মতিয়ে রাখতেন আসর। একদিন হাইকোর্ট মাজারে তাঁর গান শুনে মুগ্ধ হয়ে খ্যাতনামা সঙ্গীত পরিচালক শাহনেওয়াজ বিটিভিতে অডিশনের জন্য নিয়ে যান। কিন্তু ঢাকার লোক ঠিকভাবে কথা বলতে পারে না, এই অযুহাত দেখিয়ে বাদ দিয়ে দিলেন তাঁকে। পর পর দুইবার সত্য বলায় সে অডিশন থেকে একই অযুহাতে বাদ পড়ায়, তৃতীয়বার মিথ্যার আশ্রয় নিলেন। তৃতীয়বার তাঁকে অডিশনের জন্য ডাকেন বরেণ্য শিল্পী মুসত্মফা মনোয়ার। তাঁকে জিজ্ঞাসা করা হয়, বাড়ি কোথায় ? তিনি বলেছিলেন, বাবার পৈতৃক বাড়ি বিক্রমপুরে। মিথ্যা বললেও এ ছিল এক চরম সত্য। এরপর তাঁর জীবনে আসে এক নতুন বসনত্ম। ১৯৭২ সালে দেশের বরেণ্য শিল্পী আব্দুল আলীমের সঙ্গে নিজের লেখা ও সুর করা ‘মরণেরই কথা কেন স্মরণ কর না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না’ গানটি বিটিভিতে পরিবেশন করে শ্রোতাদের কাছে অনেক প্রিয় হয়ে ওঠেন। ষাটের দশকে বাংলাদেশ বেতারে গান গেয়ে জয় করে নিয়েছেন অগণিত শ্রোতার মন। এর পর দীর্ঘ সময় আলাউদ্দিনের সঙ্গে রহমানের দেখা না হলেও তাঁর অনেক গান তিনি বিভিন্ন অনুষ্ঠানে গাইতেন। অনেক দিন পর রথখোলার মোড়ে খালেক দেওয়ানের সঙ্গে পালা গানে অংশ নেন আব্দুর রহমান। সেই সময় আলাউদ্দিন বয়াতীকে একটি লোক এসে বলেন, খালেক দেওয়ানের সাথে পালা গান গাইবেন আপনার এক শিষ্য, নাম রহমান। তিনি চিনত্মায় পড়ে যান। এ নামে তাঁর কোন ছাত্র আছে কি না মনে করতে পারছিলেন না। ছুটে যান গানের আসরে। ভোর পর্যনত্ম চলছিল পালা গান। রহমান পালা শেষে শুনতে পান চাদর মুড়ি দিয়ে আলাউদ্দিন বয়াতী তাঁর গান শুনছে। রহমানের গলায় ছিল একটি টাকার মালা। তিনি এটি নিয়ে আলাউদ্দিন বয়াতীর গলায় পরিয়ে দেন। তখন তাঁকে সবাই চিনতেন আব্দুর রহমান নামে, সেই দিন আলাউদ্দিন বয়াতী বলেন, তুমি যখন আমার শিষ্যত্ব গ্রহণ করেছো, আজ থেকে তোমার নামের শেষেও থাকবে বয়াতী। তার পর থেকে আব্দুর রহমানের নাম হলো, আব্দুর রহমান বয়াতি।

অর্থের অভাবে লেখাপড়ায় বেশি অগ্রসর হতে পারেননি রহমান। মাত্র অষ্টম শ্রেণী পর্যনত্ম লেখাপড়া করেছেন তিনি। আৰরিকভাবে যথাযথ শিৰা লাভ না করলেও রহমান বয়াতী দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন গুণী শিল্পীকে সম্মান দেখাতে হয়। তিনি শুনে শুনে হাজার হাজার গান রপ্ত করা ছাড়াও পালা গানের বিভিন্ন কৌশল, কোরান, হাদিস, গীতা, বাইবেলসহ বিভিন্ন ধর্মগ্রন্থের তত্ত্বজ্ঞান আয়ত্ব্ব করেন। তাঁর গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হল- ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মেসত্মরি বানাইছে’, ‘আমার মাটির ঘরে ইঁদুর ঢুকেছে’, মরণেরই কথা কেন স্মরণ কর না’, ‘মা আমেনার কোলে ফুটলো ফুল’, ‘ছেড়ে দে নৌকা মাঝি যাবো নদীয়া’, ‘আমি ভুলি ভুলি মনে করি প্রাণের ধৈর্য মানে না’সহ অসংখ্য গান। তাঁর বেশ কিছু অডিও ক্যাসেট, ভিডিও সিডি ও রিমিক এ্যালবাম আছে, যেগুলো এখনও শ্রোতাদের কাছে অনেক প্রিয়। চিত্রনায়ক মাসুদ পারভেজের আমন্ত্রণে বাউলশিল্পী হিসেবে তিনি জীবনে প্রথম ‘গুণাহগার’ নামে একটি ছবিতে পেস্ন-ব্যাক করেন। এ ছাড়া মোসত্মাফিজুর রহমানের ‘শঙ্খনীল কারাগার’সহ বেশ কিছু চলচ্চিত্রে তিনি পেস্ন-ব্যাক করেছেন। তিনি জমিউর রহমান লেমনের ‘পরানের গহীনে’ নামে একটি নাটকে অভিনয়ও করেছেন। খান আতাউর রহমানের ‘ফারাক্কা’ নামের একটি ডকুমেন্টারিতে অংশ নিয়েছিলেন। গানের পাশাপাশি তিনি কিছু ছবিতে অভিনয়ও করেছেন। এর মধ্যে উলেস্নখযোগ্য হল_আমজাদ হোসেনের ‘কসাই’, মফিজ উদ্দিনের ‘অসতী’ এবং সাহাদাত খানের ‘হৃদয় থেকে হৃদয়’। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। সেগুলো হলো-‘হাঁস-মুরগির খামার’, ‘নিরৰরতা’, ‘শিশুশিৰা’, ‘পঞ্চম জাতীয় পলিও টিকা দিবস’, ‘বনের শোভা পশুপাখি তাদেরকে কেউ মাইরো না’, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ৰতিকর’, ‘নির্বাচনী প্রচারণা’, ‘৮৮ বন্যা’, ‘খরার সময়ে বৃষ্টির জন্য বিজ্ঞাপন’, ‘ক্রীড়া উন্নয়ন লটারী’ ও ‘পরিবার পরিকল্পনা’। ১৯৭৩ সালে মাত্র ৩৫ টাকার বিনিময়ে বাংলাদেশ টেলিভিশনে ১০ মিনিটের একটি প্রোগ্রামে অংশগ্রহণের পরই এই শিল্পীর খ্যাতি সারাবিশ্বে ছড়াতে থাকে। বঙ্গবন্ধুই তাঁকে সর্বপ্রথম বিদেশে গান গাওয়ার সুযোগ করে দেন।

পৃথিবীর প্রায় ৩২টি দেশে তিনি লোকসঙ্গীতের মরমী সুর ছড়িয়ে দেন। বিদেশের মাটিতে তাঁর সবচেয়ে বড় পাওয়া আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের আমন্ত্রণে হোয়াইট হাউসে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। তিনি যে সমসত্ম পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তা-ই এখন তাঁর জীবন সর্বস্ব। এগুলো হলো-সিটিসেল চ্যানেল আই এ্যাওয়ার্ড, সোলস এ্যাওয়ার্ড, টেলিভিশন দর্শক ফোরাম কর্তৃক লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড, ২০০৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী কতর্ৃক গুণীজন সংবর্ধনা, নজরম্নল একাডেমী সম্মাননা ২০০৪, সমর দাস স্মৃতি সংসদ এ্যাওয়ার্ড, বাংলাদেশ বাউল সমিতি আজীবন সম্মাননা এ্যাওয়ার্ড, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি আজীবন সম্মাননা এ্যাওয়ার্ড, ইউএসএ জাগরনী শিল্পীগোষ্ঠী এ্যাওয়ার্ড, স্বরবীথি থিয়েটার কতর্ৃক বাংলা নববর্ষ ১৪১২ উপলৰে সংবর্ধনা ও সম্মাননা প্রদান, কায়কোবাদ সংসদ আজীবন সম্মাননা, স্পেল বাউন্ড বিশেষ সম্মাননা, বাংলাদেশ বাউল সংগঠন কতর্ৃক গুণীজন সম্মাননা পদক, বিক্রমপুর সাংস্কৃতিক গোষ্ঠী পদক, জাতীয় যুব সাংস্কৃতিক সংস্থা কতর্ৃক সাহিত্যিক মীর মশাররফ হোসেন স্মৃতি স্বর্ণ পদক ও আজীবন সম্মাননা-২০০৫, সিটি কালচারাল সেন্টার কতর্ৃক গুণীজন সম্মাননা পদক, বাউল একাডেমী পদক, একতা এ্যাওয়ার্ড, লোকসঙ্গীতে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ লোকজ বাউলমেলা পদক ২০০৪, ওসত্মাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমী কতর্ৃক সম্মাননা পদক ২০০৬ ও শ্রেষ্ঠ বাউলশিল্পী অডিও ক্যাসেট পুরস্কার। এই অসামান্য বাউল শিল্পীর অবদান বাঙালী জাতী ভুলতে পারবে না কোন দিন।

শিল্পী আব্দুর রহমান ২০০৩ সালে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিভিশনের স্বদেশ সাংস্কৃতিক অনুষ্ঠানে রেকর্ডিং করতে গিয়ে ব্রেন স্ট্রোক করেন। তারপর থেকে আজ অবধি তিনি সুস্থ হয়ে ওঠেননি। কিছুদিন আগেও এই শিল্পী খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডাক্তাররা কোনরকমে মৃতু্যর হাত থেকে তাঁকে বাঁচিয়ে বাসায় পাঠিয়ে দেন। এটাও সম্ভব হয়েছিল মাত্র একটি সংগঠন ও সরকারের দেয়া সামান্য কিছু অর্থে। আব্দুর রহমানের ছেলে আলম বয়াতী বলেন, বাবার চিকিৎসা করাতে গিয়ে আমাদের যা কিছু ছিল প্রায় তার সব বিক্রি করতে হয়েছে। এখন বাবাকে চিকিৎসা করানোর মতো কোন টাকা আমাদের নাই। ডাক্তাররা বলেছেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করালে তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন। এই মুহূর্তে বাবার অষুধ কেনার মতো টাকাও যোগাড় করতে পারছি না। আব্দুর রহমান বয়াতী, সহায়তা তহবিল, সঞ্চয়ী নম্বর-৩৩০১৬৬৬৬, অগ্রণী ব্যাংক, হাটখোলা শাখা, টিকাটুলি, ঢাকা এই ঠিকানায় একটি এ্যাকাউন্ট খুলেছি এবং দেশবাসীর কাছে সাহায্যের আহ্বান করেছি কিন্তু তেমন সাড়া পাই নাই। অন লাইনে ১২৬.১০১.২৪৪৬৫৪ ডাচ বাংলা ব্যাংক, এই নম্বরে আরও একটি এ্যাকাউন্ট খুলেছি। আমি আবারও সবার প্রতি সাহায্য সহানুভূতির অনুরোধ করছি। আব্দুর রহমান বয়াতী গ্রাম বাংলার মানুষের মুখে বেঁচে থাকা অনেক গানের কথাই নিজস্ব ঢংয়ে সুর করে শ্রোতাদের শুনিয়েছেন। তাঁর গাওয়া একটি গানই তাঁকে সবচেয়ে বেশি তারকা খ্যাতি এন দেয়। ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মেসত্মরি বানাইছে’ দেহতত্ত্বের এ গানটি গেয়ে তিনি মানুষের আত্মচেতনতাকে ভবিয়েছেন। জীবনের শেষলগ্নে প্রাণ প্রদীপ ৰীণ এই শিল্পী এখন মৃতু্য পথযাত্রী। তাঁর এত দিনের সাধনা, অর্জন, সৃষ্টি সব কিছুরই প্রাপ্যতা কি শুধু বিছানায় শুয়ে ধুঁকে ধুঁকে শরীরিয় যন্ত্রণায় নিজেকে নিঃশেষ করে দেয়া? গুরম্নর দোয়া আর মায়ের আশীর্বাদ আব্দুর রহমানকে নিয়ে এসেছে এতটা দূর। তিনি আজ মৃতু্য পথযাত্রী। তিনি কি আর গাইতে পারবেন জীবনের জয়গান? জাতির বিবেকের কাছে প্রশ্ন।

জনকন্ঠ

Leave a Reply