রাহমান মনি
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাপান শাখা বিএনপি টোকিওর এদোগাওয়াকু কোইওয়া কুমিন কাইকানে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করে। সহযোগিতায় ছিল বিভিন্ন অঙ্গসংগঠনসমূহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাপান শাখার সভাপতি আলহাজ মো. নুর-এ আলম নুর আলী। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা। অনুষ্ঠান পরিচালনা করে দলের সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি হায়দার আলম, যুবদলের নাসিম বিন ফারুক মনি, জিয়া পরিষদ সভাপতি জামাল হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. জাকির হোসেন মাছুম, যুগ্ম সম্পাদক ফজলে মাহমুদ মুক্তা, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক ফয়সাল সালাউদ্দিন, সহ-সভাপতি মোবারক হোসেন হৃদয়, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা এবং সভাপতি নুর আলী প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ যে দুর্নীতিপরায়ণ তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ক্ষমতায় আসার পর তারা বিরোধী দল দমনে যতটা মনযোগ দিয়েছে ঠিক ততটাই উদাসীন ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে পদক্ষেপ নেয়া, গ্যাস, বিদ্যুৎ, পানির মতো মৌলিক চাহিদার সরবরাহ নিশ্চিত করা এবং অটকাঠামো অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার সংস্কার থেকে। তারা বলেন, একটি দেশের উন্নয়ন নিশ্চিত করে দেশটির যোগাযোগ ব্যবস্থার উপর। মানুষ শহীদ মিনারে ঈদ করে বর্তমান সরকারের উপর ধিক্কার জানিয়েছে। সেদিকে তাদের কোনো নজর নেই। কিভাবে জিয়া পরিবারকে হেয় করা যায় নজর কেবল সেদিকে।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকার মনমোহন সিংয়ের পরিকল্পনা বাস্তবায়নের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে এবং এসে প্রথমেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলুপ্ত করেছে। কারণ তারা জানে এই সরকার প্রথা থাকলে পরবর্তীতে আর ক্ষমতায় আসা সম্ভব নয়। আর তাতেই করিডোর এবং ট্রানজিট সুবিধায় বাধা পড়বে। কিন্তু তারা জানে না, বাংলার মানুষ কখনো মনমোহন সিংয়ের পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না।
rahmanmoni@gmail.com
সাপ্তাহিক
Leave a Reply