ড. ফখরুদ্দীন ঢাকায়ই থাকতে চেয়েছিলেন

‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের পর দেশে থাকতে চান এবং সেটা ঢাকায়। তার নিরাপত্তার ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে বলে তার আশা। কারণ তিনি একা এক বাড়িতে থাকেন। দেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ায় তিনি খুব সন্তুষ্ট। এ ছাড়া দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নতির ব্যাপারেও তিনি বেশ আশাবাদী।’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির ওয়াশিংটনে পাঠানো গোপন কূটনৈতিক বার্তায় এ কথা বলা হয়। ২০০৯ সালের চার জানুয়ারি তিনি হোয়াইট হাউসে ওই বার্তাটি পাঠান। বহুল আলোচিত ওয়েবসাইটভিত্তিক অপ্রাতিষ্ঠানিক গণমাধ্যম উইকিলিকস গত ৩০ আগস্ট এ বার্তাটি প্রকাশ করেছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের ওই বার্তায় বলা হয়, ২ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে ঢাকায় মরিয়ার্টির বৈঠক হয়েছে। ওই বৈঠকে ড. ফখরুদ্দীন মরিয়ার্টিকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। এতে তিনি খুশি। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে আগ্রহী। এর পর তিনি ঢাকায় থেকে সিরিয়াস লেখালেখিতে মনোনিবেশ করতে চান। তার এ লেখাজোখার বিষয় হবে তার শাসনের সময়কাল নিয়ে। তিনি আশা করেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কারণ তিনি বলতে গেলে একটা অরক্ষিত বাড়িতে
একাকী থাকেন। ড. ফখরুদ্দীন মনে করেন, তার দেশের মানুষ পরিশ্রমী এবং ধৈর্যশীল। তারা সঠিক নেতৃত্ব ও সুশাসন পেলে অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখতে পারবে।

মরিয়ার্টির ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা এবং সুশাসন কায়েমের জন্য ড. ফখরুদ্দীনের সরকার মানবাধিকার কমিশন, স্থানীয় সরকার ব্যবস্থা এবং আরও অনেক প্রশাসনিক বিষয়ে একগুচ্ছ অধ্যাদেশ জারি করেছে। নির্বাচিত সরকার যদি এ অধ্যাদেশগুলো অনুমোদন করে, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশ অনেক এগিয়ে যাবে।

সমকাল

Leave a Reply