জেলা যুবলীগের পদ পেতে নেতাদের দৌড়ঝাপ

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : জেলা যুবলীগের কমিটি গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই গুঞ্জনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে নেতা কর্মীরা দৌড়ঝাপ শুরু করেছে। এই পদ প্রাপ্তির আশায় নেতা কর্মীরা জেলা ও কেন্দ্রের নেতাদের কাছে তদবীর নিয়ে যাচ্ছে। যেসব নেতারা তদবীরে ব্যস্ত রয়েছেন তারা হচ্ছেন, মোয়াজ্জেম হোসেন, জিএম.মনসুরউদ্দিন, গোলাম মাওলা তপন, শহীদুল্লাহ খান স্বপন, রিয়াদ মাহমুদ, আক্তারুজ্জামান রাজিব ও ফেরদৌস। এ দৌড়ে এই পদ কে পায় তা দেখার বিষয়। বিগত সরকার বিরোধী আন্দোলনে যুবলীগের নেতা কর্মীদের শহর রাজনীতির রাজপথে খুব একটা দেখা যায়নি। এছাড়া সরকারের আলোকিত কোন কর্মসূচিতে তাদের দেখা পাওয়া যায় না। জেলা পদ পাওয়ার পর তারা ঢাকামুখি হয়ে পড়েন। জেলা কমিটি গঠনে কেন্দ্রীয় আ’লীগ নেতা মৃনাল কান্তি দাসের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে অনেকেই তার আর্শিবাদ পেতে ছুটে যাচ্ছেন।

মোয়াজ্জেম হোসেন জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জিএম মনসুরউদ্দিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোলম মাওলা তপন কেন্দ্রীয় ছাত্রলীগের মুন্সীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। শহীদুল্লাহ খান স্বপন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রিয়াদ মাহমুদ সরকারি হরগঙ্গা কলেজের ভিপির দায়িত্ব পালন করেন। আক্তারুজ্জামান রাজিব বর্তমানে জেলা যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজিব হচ্ছে মুন্সীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিসের পুত্র। ফেরদৌস জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জাতীয় সংসদের হুইপ মুন্সীগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলির সবচেয়ে কাছের লোক। জেলা কমিটি গঠনে পশ্চিম বিক্রপুরের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শহর যুবলীগের সভাপতির পদ পেতে আগ্রহী শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল। শহরে সবচেয়ে বেশি চিকামারা হয়েছে তার নামে। এছাড়া তার নামে শহরে বেশি ব্যানার টানানো হয়। জেলা জাসাসের সাধারণ সম্পাদকের সাথে তার রয়েছে ব্যবসায়িক সর্ম্পক।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply