ছাত্রদলের কর্মী সভায় ত্রিমুখী হট্টগোল-বাকবিতন্ডা

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় সোমবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভায় কমিটি গঠনকে কেন্দ্র করে ত্রিমুখী হট্টগোল ও বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। নিজ নিজ সমর্থনপুষ্টদের ছাত্রদলের কমিটিতে ঠাঁই দিতে গেলে বিএনপি দলীয় ৩ নেতার লোকজনের মধ্যে হট্টগোল ও বাকবিতন্ডা বাঁধে। মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহেদ মোল্লা, সাধারন সম্পাদক জাকির হোসেন ও সাবেক সাধারন সম্পাদক আতিক মল্লিকের সমর্থিত ছাত্রদল কর্মীদের মধ্যে ত্রিমুখী ওই হট্টগোলের সৃষ্টি হয়। মোল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনকল্পে শহরের মুক্তারপুর এলাকার আইএফআইসি ব্যাংক ভবনের তৃতীয় তলায় ওই কর্মী সভার আয়োজন করা হয়।

এতে সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত দীর্ঘ এক ঘন্টাব্যাপী বিএনপি দলীয় নেতাদের সমর্থনপুষ্ট ছাত্রদল কর্মীরা ত্রিমুখী হট্টগোল, বিশৃংঙখলা ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে মিজানুর রহমানকে আহবায়ক করে ১৫ সদস্যের মোল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদ রানা জানান, সভায় কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি নেতাদের সমর্থিত ছাত্রদল কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে হট্টগোল ও বাকবিতন্ডা বাঁধে। ছাত্রদল নেতা মিজানুর রহমান জানান, ইউনিয়ন বিএনপির দ্বিধাবিভক্তির জের ধরে ত্রিমুখী হট্টগোলের সূত্রপাত হয়। ছাত্রদল নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপি নেতা ওয়াহেদ মোল্লা, সাধারন সম্পাদক জাকির হোসেন, আতিক মল্লিক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদ রানা, ছাত্রদল নেতা আশরাফুল আলম সুমন, সদর থানা ছাত্রদলের সভাপতি নুর হোসেন, শহর ছাত্রদল নেতা আরিফ আহমেদ প্রমুখ।

Leave a Reply