দাফনের ৩৬ দিন পর কবর থেকে প্রেমিকের লাশ উত্তোলন

প্রেমিকের বিরুদ্ধে মামলা
কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: প্রেমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা রুজু হওয়ায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাতঘড়িয়ায় দাফনের ৩৬ দিন পর গতকাল শনিবার লাকী আক্তারের (১৮) নামের এক প্রেমিকার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, গত সেপ্টেম্বরের ২ লাকী আক্তার শ্রীনগরের হরপাড়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাসি দিয়ে আতœহত্যা করে। এরপর স্বজনরা তাকে লৌহজংয়ের সাতঘরিয়া কবরাস্থানে দাফন করেন। পরে ৬ অক্টোবর লাকীর বোন কুলসুম বাদী হয়ে একই গ্রামের প্রেমিক শফিকুল ইসলামকে (২৬) আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশে শনিবার দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিনের উপস্থিতিতে দাফনের ৩৬ দিন পর প্রেমিকা লাকী আক্তারের লাশ লৌহজংয়ের সাতঘড়িয়া কবর স্থান থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনায় প্রেমিক শফিকুল এখনও পুলিশ গ্রেফতার করেনি। ময়না তদন্তের রিপোর্টের পর যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানিয়েছে। প্রেমিকার লাকী শ্রীনগর উপজেলার হরপাড়া গ্রামের মৃত আ. কাদের খানের কন্যা। শফিক একই গ্রামের ইউনুস ঢালীর পুত্র।

Leave a Reply