”বিকল্পধারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থাকবে” -এমনটিই জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গত শুক্রবার রাতে ঢাকার বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ”পথে পথে দলীয় ব্যানার নিয়ে বিএনপি-র রোডমার্চে সমর্থন জানাবে বিকল্পধারা বাংলাদেশ। বিএনপি জিয়াউর রহমানের ধারায় ফিরে আসুক-বিকল্পধারা এটা চায়। কারণ বর্তমান সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অর্থনৈতিক ব্যাপারে তারা ধোঁকাবাজি করছে। পদ্মা সেতুর দুর্নীতির ব্যাপারে এখন আর যাচাই-বাছাই করার কিছু নেই।”
উক্ত অনুষ্ঠানে দলের মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, নুরুল আমিন বেপারী, আবু মোজাফফর আহমেদ, আবদুর রহিমসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply