পদ্মা সেতুর জন্য বিকল্প অর্থের উৎস খোঁজা হবে না ॥ মুহিত

পদ্মা সেতুর জন্য বিকল্প কোন অর্থের উৎস খুঁজবে না সরকার। বিশ্বব্যাংকের মাধ্যমেই সেতুর অর্থায়ন করা হবে। রবিবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী জানান, অর্থায়নের জন্য বিশ্বব্যাংক দুর্নীতির তদন্ত শেষ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্রয় কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি গ্যাস লাইনের পাইপ ক্রয় প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে ১৩টি প্রস্তাব অনুমোদন করা হয়।

পদ্মা সেতুর নির্মাণ কাজ তদারকির জন্য একটি কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভলিনের দুর্নীতির তদন্ত করছে বিশ্বব্যাংক। এতে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিকসভায় অংশ নিয়ে শনিবার রাতে দেশে ফেরার পর অর্থমন্ত্রী রবিবারই কিছু সময়ের জন্য প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি বিশ্বব্যাংকের সভায় পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান।

পদ্মা সেতুর অর্থায়ন বিলম্বিত হওয়া প্রসঙ্গে নিউইয়র্কে করা তাঁর বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরে তার বক্তব্যর সঠিক প্রতিফলন ঘটেনি। কিছু সত্য এবং কিছু মিথ্যার সংমিশ্রণে খবর প্রকাশিত হওয়ায় বিভ্রানত্মি সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তিনি। প্রথম শ্রেণীর তিনটি জাতীয় দৈনিকের নাম উলেস্নখ করে মন্ত্রী বলেন, সংবাদের শিরোনামের সঙ্গে ভেতরের লেখার তেমন মিল নেই। প্রকাশিত খবরে সত্য এবং মিথ্যার মধ্যে কোনটির পরিমাণ বেশি ছিল জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই সত্যর পরিমাণ বেশি ছিল।

পদ্মা সেতুর দুর্নীতি তদনত্মে রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক যেসব বিষয়ে অভিযোগ উত্থাপন করেছে সে বিষয়ে সরকার কোন তদন্ত কমিটি করবে কি না, সে সিদ্ধানত্ম রবিবারই হবে। বিশ্বব্যাংক যেসব বিষয়ে অভিযোগ তুলেছে তার মধ্যে দুটি ভুল প্রমাণিত হয়েছে। সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে উদ্ভূত পরিস্থিতি এবং বিসত্মারিত বক্তব্য জানাবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভলিনের বিরম্নদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংকের অনুরোধে কানাডার পুলিশ তদনত্ম শুরম্ন করে। যোগাযোগ মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, এসএনসি-লাভলিনের দুর্নীতির সঙ্গে বাংলাদেশের কোন সম্পৃক্ততা নেই।

কিন্তু নিউইয়র্কে অর্থমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে কয়েকটি পত্রিকায় লেখা হয়, পদ্মা সেতু নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে বিশ্বব্যাংকের। যোগাযোগ মন্ত্রণালয়ের বিরম্নদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়া পর্যনত্ম পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক সাহায্য বন্ধ রাখার কথা জানিয়েছে। এতে অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে আরও বলা হয়, বাংলাদেশ সরকারও বিষয়টি খতিয়ে দেখবে।

ক্রয় কমিটির বৈঠক ॥ ক্রয় কমিটির বৈঠকে গুরম্নত্বপূর্ণ তিনটি গ্যাস পাইপ ক্রয় করার প্রসত্মাব অনুমোদন করা হয়েছে। জিটিসিএল ১৩২ মিলিয়ন ডলারে গ্যাস পাইপ ক্রয় করবে। ভারতীয় ম্যান ইন্ডাস্ট্রিয়াল লিঃ আগামী ৯ মাসের মধ্যে গ্যাস লাইন পাইপ সরবরাহ করবে। সরবরাহকৃত সরঞ্জাম দিয়ে যে পাইপ লাইন নির্মাণ করা হবে সেগুলো হচ্ছে জালালাবাদ-বিবিয়ানা-ধনুয়া ১৩৮ কিলোমিটার, আশুগঞ্জ-বাখরাবাদ ৬১ কিলোমিটার, মহেশখালী-আনোয়ারা ৯১ কিলোমিটার। জালালাবাদ-বিয়িানা-ধনুয়া পাইপ লাইন দিয়ে জালালাবাদ এবং বিবিয়ানা গ্যাস ৰেত্রের ৯০০ মিলিয়ন ঘনফুট এবং মহেশখালী-আনোয়ারা পাইপ লাইন দিয়ে কাতার থেকে আমদানি করা পাইপ লাইন দিয়ে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে পাঠানো হবে। আশুগঞ্জ-বাখরাবাদ পাইপ লাইন ঢাকা এবং চট্টগ্রামের গ্যাস সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের টিএসটি, ডিএপি সার, জ্বালানি মন্ত্রণালয়ের ফার্নেস অয়েল ক্রয়, জরিপ অধিদফতর, যোগাযোগ মন্ত্রণালয়, ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার কয়েকটি বিষয় অনুমোদন করা হয়।

জনকন্ঠ

Leave a Reply