কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সদরের মুক্তারপুর বিসিক এলাকা ও লৌহজং উপজেলার কাজীর পাগলা থেকে বুধবার ও মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৭’শ ১৭ বোতল ফেন্সিডিল ও একটি সিএনজি গাড়ী উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ সময় মাদক স¤্রাট মাসুমসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। পওে তাদেও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর নৌ-ফাড়ির ইনর্চাজ এস আই মিজানের নেতৃত্বে পুলিশের একটি টিম বিসিক এলাকায় অভিযান চালিয়ে মুক্তারপুর এলাকার মাদক স¤্রাট মাসুম, রাঙ্গা আলী, সবুজ ও মইনকে গ্রেফতার করে এবং ৬২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অন্যদিকে মঙ্গলবার রাতে র্যাব-১১ কমান্ডার সহকারী পরিচালক লুৎফর রহমান এর নেতৃত্বে একটি লৌহজং উপজেলার কাজির পাগলা গ্রামের চিত্রখলার দক্ষিন ও পূর্ব কোনে পাকা রাস্তার থেকে ১ টি সিএনজি তল্লাশি চালিয়ে মোঃ হাবিব ও মোঃ রফিককের হেফাজত থেকে ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।
===========================
মুন্সীগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার ৬
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মঙ্গলবার রাতে পৃথক অভিযানে পুলিশ ও র্যাব ফেন্সিডিলসহ ছয় ব্যাক্তিকে গ্রেফতার এবং ৪৪৫ বোতল ফেন্সিডিল এবং ২৭২টি খালি বোতল উদ্ধার করেছে।
মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো. মাসুমের বাড়ি থেকে রাত ২টায় তিন বস্তায় বন্দি ৩৫০ বোতল ফেন্সিডিল এবং অপর এক বস্তায় ২৭২টি ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় বাড়ির মালিক মৃত মোবারক ব্যাপারীর পুত্র মো. মাসুম (২৮) এবং তার সহযোগী যশোরের মো. মাজহারুল ইসলাম মঈন (৩০), রাজশাহীর রাঙা হোসেন (৩৩) ও ভোলার সবুজ মিয়া (২৫) । যশোর থেকে এগুলো এখানে বিক্রির জন্য নিয়ে আসে। একটি বিশস্ত সূত্র জানিয়েছে, এই অভিযানে পুলিশ ১২শ’ ফেন্সিডিল ও ৪ শ’ ইয়াবা ট্যাবলেট আটক করে। কিন্তু উদ্ধার দেখানো হয় ৩৫০ বোতল ফেন্সিডিল। এছাড়া ২৭২ বোতল দেখানো হয়েছে। এই অভিযান পরিচালনাকারী মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে মঙ্গলবার রাত ১০ টার দিকে লৌহজং উপজেলার কাজির পাগলা থেকে মো. হাবিব (৪৮) ও মো. রফিক (৪৫) নামে দুই ব্যক্তিকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে র্যাব-১১।
হাবিব ও রফিক নারায়নগঞ্জ হতে ৯৫ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল নিয়ে একটি সিএনজি করে মাওয়ার কাছে লৌহজংয়ের কাজির পাগলা গ্রামে বিক্রির জন্য নিয়ে আসছিল। গ্রেফতারকৃত হাবিব যশোরের সারশা উপজেলার খাজুরা গ্রামের আ. বারির ও রফিক পিরোজপুরের নামাজপুর গ্রামের নূর মোহাম্মদের পুত্র। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে র্যাবের ক্যম্প কমান্ডার লুৎফর রহমান জানান।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply