অর্থমন্ত্রীকে বিশ্বব্যাংকের চিঠি

পদ্মা সেতুর দুর্নীতি তদন্ত
বিশ্বব্যাংকের সঙ্গে টানাপড়েনের কারণে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু নির্মাণে অশ্চিয়তা তৈরি হয়েছে। বিশ্বব্যাংক সরকারকে জানিয়ে দিয়েছে, তারা এই প্রকল্পে দুর্নীতির সন্ধান পেয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট মন্ত্রী বলছেন, কোনো অনিয়ম হয়নি। কিন্তু বিশ্বব্যাংক এ বক্তব্য গ্রহণ করেনি। তারা সাফ কথা জানিয়ে দিয়েছে, দুর্নীতির সুরাহা না হওয়া পর্যন্ত এ প্রকল্পে ঋণ প্রদান করবে না। ২১ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো চিঠিতে বিশ্বব্যাংকের প্রতিনিধি লিওনার্ড এফ ম্যাকার্থি সরকারের উচ্চপর্যায়ে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন। বিশ্বব্যাংকের আলোচিত সেই চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের চারিত্রিক সততা-সংক্রান্ত তদন্তকারী গ্রুপ ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি) তদন্তে নেমে দুর্নীতির ব্যাপক প্রমাণ পেয়েছে। পত্রে আরও উল্লেখ করা হয়, কানাডীয় কোম্পানির দুর্নীতি আর বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের দুর্নীতি যেন এক করে ফেলা না হয়। দুটো পৃথক বিষয় এবং দুটোরই পৃথক তদন্ত করেছে বিশ্বব্যাংক। অনুলিপি হিসেবে পত্রটি আরও পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান, বাংলাদেশে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পুলক চট্টোপাধ্যায় ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন বরাবর। ২১ সেপ্টেম্বর পাঠানো ওই পত্রটি বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। পত্রে উল্লেখিত বিষয়গুলো তুলে ধরা হলো :

প্রিয় অর্থমন্ত্রী,

ব্যাংকের আওতায় নির্মিতব্য পদ্মা সেতু প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শেষ করেছে বিশ্বব্যাংকের ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি)। খামবদ্ধ এই পত্রটি তদন্তে বেরিয়ে আসা ব্যবস্থা গ্রহণকারী একটি প্রতিবেদন। এই তদন্তে শুধু মূল সেতুর চুক্তি-সংক্রান্ত অভিযোগ নিয়ে কাজ করা হয়েছে। এটি নির্মাণ তদারকি বিশেষজ্ঞ (সিএসসি) চুক্তির সঙ্গে সম্পৃক্ত নয়, যা কানাডীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হচ্ছে।

আইএনটির দৃষ্টিকোণ থেকে বলা যায়, এই প্রতিবেদনটি আমলে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের উচিত এ বিষয়ে নিজেদের তদন্ত করে দেখা যে এতে বাংলাদেশের আইন লক্সিঘত হয়েছে কি না।

বিশ্বব্যাংকের নিজস্ব নীতি, বিধি ও কার্যপ্রণালী অনুযায়ী প্রতিবেদনে উঠে আসা কোনো বিষয় বাংলাদেশের প্রশাসনিক, দেওয়ানি বা ফৌজদারি আইনের অধীনে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। আপনার তদন্তকারী কর্তৃপক্ষ তদন্তের প্রয়োজনে শুধু এই প্রতিবেদনকে নিজস্ব সূত্র হিসেবে ব্যবহার করতে পারে। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনকে তারা নিজস্ব তদন্ত প্রতিবেদন হিসেবে নির্দেশ করতে পারবে না। এ ছাড়া এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আপনার সরকার কোনো প্রশাসনিক, দেওয়ানি বা ফৌজদারি কার্যপ্রণালীতে সমন জারির উদ্যোগ নিতে পারবে না। প্রতিবেদনে উলি্লখিত তথ্যের বিষয় বিবেচনা করে আপনার সরকারকে অনুরোধ করা যাচ্ছে যে প্রতিবেদন ও এর তথ্যের গোপনীয়তা রক্ষা করে তারা এ বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেবে। আপনি নিজেও যদি প্রতিবেদনটি বিতরণ করেন, তবে গোপনীয়তা রক্ষা করবেন।

আইএনটির তৈরি অতিরিক্ত কোনো দলিল বা তথ্য, যা আপনার সরকারের কাছে নেই, গোপনীয়তা রক্ষার শর্তে বিশ্বব্যাংক তা প্রদান করে সহযোগিতা করবে। আপনার সরকার যদি বিষয়টির তদন্ত করতে চায়, তবে তদন্ত পরিচালনার স্বার্থে মনোনীত যে-কারও সঙ্গে প্রতিবেদনের বিষয়ে আইএনটি বসতে প্রস্তুত। এর বাইরেও গোপনীয়তা রক্ষার শর্তে স্পর্শকাতর সাক্ষী বা সম্ভব সীমাবদ্ধ যে কোনো সহায়তার পদক্ষেপ নেবে আইএনটি।

চুক্তির (বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের) অনুচ্ছেদ বা অন্য কোনো প্রযোজ্য আইন অনুযায়ী পত্রে উলি্লখিত তথ্য এবং এর সঙ্গে যুক্ত প্রতিবেদন বিশ্বব্যাংক ও এর কর্মকর্তা-কর্মচারীদের অধিকারকে ক্ষুণ্ন করবে না। আপনার কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত বা পরবর্তী বিচারিক বা অন্যান্য কার্যক্রম চলাকালীন যে কোনো সময় এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রাধিকার ও নিরাপত্তা গ্রহণের অধিকার রয়েছে।

প্রতিবেদন বিষয়ে আপনার সরকারের নেওয়া পদক্ষেপের অনুবর্তন (ফলো-আপ) সম্পর্কে জানানো হলে আইএনটি অত্যন্ত মূল্যায়নের সঙ্গে তা গ্রহণ করবে।

যদি আপনি বা অন্য কোনো কর্তৃপক্ষ, যাদের কাছে প্রতিবেদনটি পাঠানো হয়েছে, এ সম্পর্কে আইএনটির সঙ্গে যোগাযোগের ইচ্ছা পোষণ করেন, তবে আঞ্চলিক দলনেতা ক্রিস্টিনা অ্যাস্টন-লেউয়িসের (castonlewis-worldbank.org) সঙ্গে তা করতে পারেন। অনুগ্রহপূর্বক আমার সর্বোচ্চ সুবিবেচনামূলক নিশ্চয়তা গ্রহণ করুন।

– লিওনার্ড এফ ম্যাকার্থি

বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply