টরকী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

মুন্সীগরঞ্জের সদর উপজেলার টরকী গ্রামে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরি দাস নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত হরি দাস ওই গ্রামের বাসু দেবের ছেলে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুলতান আহমেদ বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে বসত ঘরের বাইরে কাজ করতে গেলে বৈদ্যুতিক খুটির তারের সঙ্গে জড়িয়ে পড়ে কাঠমিস্ত্রী হরি দাস আহত হন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply