বিয়ের ১৯ দিনের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর দক্ষিণপাড়া গ্রামে স্বামীর বসত ঘর থেকে নববধূ সেতু বাড়ৈর লাশ উদ্ধার করে পুলিশ। দাম্পত্য কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে নববধূ আতœহননের পথ বেছে নিয়েছে বলে স্বামী ভজন বাড়ৈ দাবী করেছেন। তবে নিহতের বাবার বাড়ির লোকজনের দাবী, স্বামীর বাড়ির লোকজন তাকে হত্যা করে বসত ঘরের আঁড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখেছে। পুলিশ জানায়, নববধূর মৃত্যু রহস্যজনক। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর সিরাজদিখান উপজেলার শিকারপুর গ্রামের নারায়ন বাড়ৈর মেয়ে সেতু বাড়ৈ ও একই উপজেলার শেখরনগর দক্ষিণপাড়া গ্রামের ভজন বাড়ৈর বিয়ে হয়। ঘটনার পর পরই স্বামী ভজন বাড়ৈ পলাতক রয়েছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply