মেঘনা থেকে ১লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে থেকে ১লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার বিকালে গজারিয়া ও সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে জালগুলো উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড ক্যাম্পের কর্মকর্তা সফিউল আলম সিপিও জানান, উদ্ধারকৃত জালের মূল্য প্রায় ৬৮লাখ ৪০ হাজার টাকা। পরে সদর উপজেলার মৎস্য অফিসার রাশেদুজ্জামানের উপস্থিতিতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের পাশে ধলেশ্বরী নদীর তীরে জালগুলো পুড়িয়ে দেয়া হয়। শুক্রবার একই নদী থেকে ৬২ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply