কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে : গ্রেফতারকৃত আসামীকে ছিনিয়ে নেয়ার সময় মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুলশীখালী বাজারে গতকাল রোববার সকালে এএসআইসহ ৪ পুলিশকে বেদম পিটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় পুলিশের কাছে থাকা ১টি শর্টগান ও ১টি চাইনিজ রাইফেল নিয়ে যায় সন্ত্রাসীরা। দুপুরে লুন্ঠিত শর্টগান ও চাইনিজ রাইফেল ঘটনাস্থলের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে গুরুতর আহত এএসআই পরিমল সূত্র ধর, হাবিলদার গিয়াসউদ্দিন, কনষ্টেবল হ্নদয় ও রাসেলকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্র জানিয়েছে।
জানা গেছে, ওয়ারেন্টের আসামী আফিজউদ্দিনকে(৫৫) সিরাজদিখান থানার এএসআই পরিমল সূত্র ধরের নেতৃত্বে একটি টিম উপজেলার তুলশীখালী বাজার থেকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে থানায় নেয়ার পথে আসামীর লোকজন বাজারের মাছ পট্রিতে পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় তারা পুলিশকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আসামী আফিজউদ্দিনসহ শর্টগান ও চাইনিজ রাইফেল ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে। স্থাণীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে পুলিশের গ্রেফতারের ভয়ে পুরুষশূণ্য হয়ে পড়েছে তুলশীখালী ও গোয়ালখালী গ্রাম।
সিরাজদিখান থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের নাম ও ঠিকানা সংগ্রহের কাজ চলছে। জড়িতদেরই নামেই মামলা রুজু করা হবে। তিনি আরো জানান, লুন্ঠিত শর্টগান ও চাইনিজ রাইফেল ঘটনাস্থলের কাছে একটি দোকানঘর ও ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
==============================
মুন্সীগঞ্জে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশকে কুপিয়ে হাতকড়া পরানো এক আসামিকে ছিনিয়ে গেছে সন্ত্রাসীরা।
রোববার সকাল ৭টায় উপজেলার চিত্রকোর্টের তুলশিখালি বাজারে আফিল উদ্দিন (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা এ সময় চার পুলিশ সদস্যের কাছ থেকে একটি শটগান, একটি বন্দুক ও গুলি ছিনিয়ে নেয়। দুপুরে অস্ত্র দুটি উদ্ধার করা হলেও গুলি পাওয়া যায়নি।
আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরিমল চন্দ্র, হাবিলদার গিয়াসউদ্দিন, কনস্টেবল হৃদয় ও রাসেলকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত পরিমল চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক।
সিরাজদিখান থানার ওসি মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাতক আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে চার পুলিশকে কুপিয়ে জখম করে। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যায়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে ঘটনাস্থলের পাশের একটি জঙ্গল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে গুলি এখনো উদ্ধার করা যায়নি। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ সুপারের নেতৃত্বে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
==============================
সিরাজদিখানে পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ৪
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তুলসীখালি গ্রামে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামিপক্ষের সঙ্গে সংঘর্ষে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান পরে উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যদের ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রোববার সকাল নয়টার দিকে পুলিশ আসামি আফিলউদ্দিনকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের লোকজনের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। পুলিশ তুলসীখালি বাজার থেকে আফিলউদ্দিনকে গ্রেপ্তার করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে হামলা করে আসামি ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিমল কুমার, হাবিলদার গিয়াসউদ্দিন, কনস্টেবল হূদয় হোসেন ও রাসেল মাহমুদ গুরুতর আহত হন। পুলিশের কাছে থাকা একটি শটগান এলাকাবাসী ছিনিয়ে নেয়। গুরুতর আহত পুলিশ সদস্যদের ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ পেয়ে মুন্সিগঞ্জের এসপি শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও র্যাব সদস্য ঘটনাস্থলে আসেন।
শ্রীনগর সার্কেলের এএসপি সাইফুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খোয়া যাওয়া শটগানটি গ্রামে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’
এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে পুলিশ-জনতা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ঢাকা-নবাবগঞ্জ সড়কের তুলসীখালি সেতু এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
প্রথম আলো
==============================
লুন্ঠিত অস্ত্র উদ্ধারের পর মৃত্যুর কোলে ঢলে পড়লো র্যাবের দারোগা
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : পুলিশের লুন্ঠিত ২টি অস্ত্র উদ্ধারের পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মো. হেলাল উদ্দিন (৫০) নামের র্যাবের দারোগা মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক ঢাকার মিডফোর্ড হাসপাতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোর্টের তুলশিখালি বাজারে রবিবার বিকালে এই ঘটনা ঘটে।
র্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার লুৎফর রহমান জানান, অস্ত্র উদ্ধারের গোয়েন্দা রিপোর্টের জন্য মো. হেলাল উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশের সাথে র্যাবের যৌথ অভিযানে প্রথম অস্ত্র তিনি নিজ তুলে আনে। দু’টি অস্ত্র উদ্ধারের পরই র্যাব অভিযান শেষ করে ক্যাম্পে ফিরে যাওয়ার সময় মোবাইলে মায়ের গুরুতর অসুস্থতার খবর আসে। এরপরই সে অসুস্থ হয়ে পড়ে। তাবে তার মাকে হাসপাতাল থেকে ফেরত দিলেও এখনও বেঁচে আছেন। কিন্তু তার আগেই প্রিয় পুত্র চির বিদায় নিলেন। গাজীপুরের সন্তান মো. হেলাল উদ্দিন ডিএমপিতে পুলিশের হাবিলদার হিসাবে কর্মরত ছিলেন। র্যাবের পোস্টিংয়ের পর তার পদ হয় সাব ইন্সপেক্টর (দারোগা)। ময়না তদন্তের জন্য লাশ মিডফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে।
মুন্সিগঞ্জ নিউজ
==============================
এসআইসহ চার পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই সিরাজদিখানে
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তুলসিখালী বাজার থেকে রোববার সকালে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। এ সময় আসামি পক্ষের লোকজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে আসামি ছিনিয়ে নেয়।
আহতরা হলেন- এএসআই পরিমল, হাবিলদার গিয়াস উদ্দিন, কনস্টেবল হৃদয় ও রাসেল। তাদের গুরুতর অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই উপজেলার গোয়ালখালী গ্রামের আফিল উদ্দিন একজন ওয়ারেন্টভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে এএসআই পরিমলের নেতৃত্বে পুলিশের একটি দল তুলসিখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় আসামি পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের পিটিয়ে তাদের ইউনিফর্ম খুলে নিয়ে যায়। এ সময় ধস্তাধ্বস্তিতে আহত আফিল উদ্দিন পালিয়ে যান।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সেখানে উত্তেজনা বিরাজ করায় রাস্তার পাশের সব দোকান-পাট বন্ধ রয়েছে। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম – সালাহ্উদ্দিন বাচ্চু, ঢাকা দক্ষিণ প্রতিনিধি
==============================
মা’র অসুস্থতার খবর, র্যাব সদস্যের মৃত্যু
মায়ের অসুস্থতার খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এর আগে তিনি এক অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেন।
রোববার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চিত্রকোর্টের তুলশিখালি বাজারে এ ঘটনা ঘটে।
মো. হেলাল উদ্দিন (৫০) র্যাবে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুর।
র্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তুলশিখালি বাজারে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় চার পুলিশ সদস্যকে কুপিয়ে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এসময় পুলিশের দুটি অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিও তারা ছিনতাই করে।
হেলাল উদ্দিন ওই অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেন।
র্যাব কর্মকর্তা লুৎফর রহমান আরো বলেন, অস্ত্র উদ্ধার শেষে ক্যাম্পে ফিরে যাওয়ার পথে হেলাল উদ্দিন মোবাইল ফোনে মায়ের অসুস্থতার খবর পান। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
সঙ্গে সঙ্গে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
লুৎফর জানান, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হেলাল উদ্দিনের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
==============================
মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
অভিযানের সময় হৃদরোগে র্যাব সদস্যের মৃত্যু
অস্ত্র উদ্ধারের জন্য সহকর্মীদের সঙ্গে অভিযানে গিয়েছিলেন র্যাবের হাবিলদার হেলাল উদ্দিন (৫০)। অস্ত্র খুঁজে বের করার জন্য গোয়েন্দা কার্যক্রম চালান তিনি। শেষ পর্যন্ত অস্ত্র পাওয়া গেলেও ফিরে যাওয়া হয়নি হেলাল উদ্দিনের। বুকে ব্যথা অনুভব করায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুরকোলে ঢলে পড়েন তিনি।
হেলাল উদ্দিনের মৃত্যুর আগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা করে তার সহযোগীরা। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের কাছ থেকে দুটো অস্ত্রও ছিনিয়ে নেয় তারা। সেই অস্ত্রই উদ্ধার করতে গিয়েছিলেন হেলাল উদ্দিনসহ তাঁর অন্য সহকর্মীরা। গতকাল রবিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের তুলসীখালী ফেরিঘাট বাজারে এ ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, তুলসীখালী বাজারের মাছ ব্যবসায়ী আফিল উদ্দিনের বিরুদ্ধে অপহরণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁকে গ্রেপ্তারের জন্য গতকাল সকাল পৌনে ৭টায় সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিমল চন্দ্রের নেতৃত্বে হাবিলদার গিয়াস, কনস্টেবল হৃদয় ও রাসেল অভিযান পরিচালনা করেন। বাজারে গিয়ে আফিল উদ্দিনকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে দিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশের ওপর। পুলিশের একটি রিভলবার ও একটি শটগানও ছিনিয়ে নেয় তারা। আহত অবস্থায় চার পুলিশ সদস্যকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় লোকজন। থানায় খবর যাওয়ার পর পুলিশ গিয়ে তাঁদের মিটফোর্ড হাসপাতালে পাঠায়। চারজনের মধ্যে এএসআই পরিমলের অবস্থা আশঙ্কাজনক। এরপর অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকায় যান। পুরো এলাকা ঘিরে ফেলে র্যাব ও পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে একটি অস্ত্র ডোবা থেকে, আরেকটি বাজারের বাবুল মিয়ার দোকান থেকে উদ্ধার করা হয়। অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে মোস্তফা (২৫) ও হাসান (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক লুৎফর রহমান জানান, অস্ত্র উদ্ধারের পরপরই অভিযান শেষ করা হয়। ওই সময় র্যাব সদস্য হেলাল উদ্দিন বুকে ব্যথা পাচ্ছেন বলে জানান। তাঁকে মিটফোর্ড হাসপাতালে পাঠালে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। র্যাব কর্মকর্তা বলেন, হেলাল উদ্দিনকে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল।
একটি সূত্রে জানা যায়, অভিযান শেষ হওয়ার পর হেলাল উদ্দিনের এক ভাই মোবাইল ফোনসেটে তাঁকে জানান, তাঁর মাকে হাসপাতাল থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এ খবর পাওয়ার পরই হেলাল উদ্দিনকে উদ্বিগ্ন দেখায়। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, আফিল উদ্দিনসহ পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কালের কন্ঠ
==============================
Leave a Reply