পদ্মার ডুবো চরে আটকে পড়া ফেরি রম্নহুল আমিন ৮ ঘন্টা পর উদ্ধার

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ডুবো চরে আটকে যাওয়া রো রো ফেরি বীর শ্রেষ্ট রুহুল আমিনকে দীর্ঘ ৮ ঘন্টা পড়ে উদ্ধার করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে ফেরিটি নতুন একটি চ্যানেল পারি দেবার সময় চ্যানেলের মাঝে কাউলিয়ার চরের কাছে ডুবোচরে আটকে যায়।

বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের মেরিন অফিসার আব্দুল ছোবহান জানান, কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রো রো ফেরি বীর শ্রেষ্ট রুহুল আমিন আটকে যায়। সোমবার এই নতুন চ্যানেলটি চালু হয়। এ সময় ফেরিটিতে ১১ টি যাত্রীবাহি বাস , ১টি হালকা গাড়ী ও ১ টি পণ্যবাহি ট্রাকসহ ১৩টি যানবাহন ছিল।

ফেরিটি উদ্ধারে বিআইডব্লিটিএর উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯৭ দীর্ঘক্ষন চেষ্টা চালিয়েও ফেরিটি উদ্ধার ব্যর্থ হয়। রাত সাড়ে ১০ টার দিকে পদ্মায় জোয়ারের পানি বৃদ্ধি পেলে উদ্ধারকারী জাহাজ ফেরিটিকে টেনে চ্যানেলের মাঝে ফিরিয়ে আনে। এদিকে দীর্ঘক্ষন ফেরিটি চ্যানেলের মধ্যে আটকা থাকলেও বিকল্প পথে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। তবে নাব্যতা সংকটের কারণে এ নৌরুটে চলাচরকারী ফেরিগুলো চলছে স্বল্প সংখ্যক গাড়ী নিয়ে। তবে ফেরি রুটে ফেরি সার্ভিস সচল থাকলেও রয়েছে হুমকীর মুখে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply