বিয়ের পর ভক্তদের সঙ্গে প্রথম সরাসরি আলাপনে হাবিব

বাংলাদেশের মিউজিক জিনিয়াস হাবিব। সবাইকে অবাক করে দিয়ে সম্প্রতি তিনি হঠাই বিয়ে করেছেন। বিয়ের পর হাবিব প্রথমবারের মতো তার অগুনতি ভক্ত-শ্রোতাদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিতে বাংলানিউজ অনলাইন লাইভ আড্ডার হটসিটে বসবেন।

২০ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টায় হাবিব বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ভিজিটরদের সঙ্গে মেতে উঠবেন সরাসরি অন্তরঙ্গ আড্ডায়।

বিশ্বের জনপ্রিয় বিভিন্ন ওয়েবসাইট প্রায়ই সেলিব্রিটিদের সঙ্গে ভিজিটরদের অনলাইনে সরাসরি আলাপচারিতার আয়োজন করে থাকে। দেশের সবেচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ নিয়মিত এ ধরনের একটি লাইভ তারকা আড্ডার আয়োজন করছে। বাংলানিউজ অনলাইন লাইভ তারকা আড্ডার এবারের আয়োজনে অতিথি হয়ে আসছেন এই সময়ের তুমুল জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ। এটি হতে যাচ্ছে বাংলানিউজের তৃতীয় আয়োজন। এর আগে আড্ডায় অংশ নিয়েছিলেন পপক্রেজ মিলা এবং শোবিজের জনপ্রিয় জুটি নিরব ও সারিকা।

আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টা থেকে বাংলানিউজ অফিসে থাকবেন হাবিব। এ সময় অনলাইনে এই সঙ্গীতপ্রতিভাকে বাংলানিউজের ভিজিটররা সরাসরি প্রশ্ন করতে পারবেন। চ্যাটিংয়ে মাধ্যমে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। পাশাপাশি বাংলানিউজের ওয়েব রেডিও ও ওয়েব টিভিতে এই অনলাইন আড্ডা সরাসরি উপভোগ করা যাবে।

হাবিবের সঙ্গে অনলাইন লাইভ আড্ডায় অংশ নিতে চাইলে বৃহস্পতিবার রাত ১১টায় বাংলানিউজের ওয়েবসাইট ব্রাউজ করলেই পাওয়া যাবে চ্যাট বক্সের লিংক। পাশাপাশি এসময় বাংলানিউজের ওয়েব রেডিও ও ওয়েব টিভিতেও এ অনুষ্ঠান সরাসরি উপভোগ করা যাবে। লাইভ আড্ডায় অংশ নেওয়া পাঠকের সেরা প্রশ্নের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বাংলানিউজ অনলাইন লাইভ আড্ডার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান ও চ্যানেল আই।

বিস্তারিত জানতে ভিজিট করুন – banglanews24.com

মিউজিক-জিনিয়াস হাবিব ওয়াহিদ

বাংলাদেশের সঙ্গীতে এক বিস্ময় হাবিব ওয়াহিদ। হাবিব নামেই তাকে চেনেন সবাই। একই সঙ্গে গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক তিনি । দেশী-বিদেশী সুরের সংমিশ্রণে বাংলা গানে যোগ করেছেন নতুনধারা। আট বছরের মিউজিক ক্যারিয়ারে অডিও-প্লেব্যাক-জিঙ্গেল আর স্টেজ শো নিয়ে নিজেই নিজের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছেন হাবিব। অনেকেই তাকে বাংলাদেশের এআর রহমান বলতেও দ্বিধা করেন না।

হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপসঙ্গীতের অন্যতম প্রবর্তক। সত্তর ও আশির দশকে পপসঙ্গীতের মাধ্যমে এ দেশে পাশ্চাত্যধর্মী সঙ্গীত বিকাশে তিনি পালন করেন অগ্রণী ভূমিকা। বাংলাদেশে আজকের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত যে প্লাটফর্মের উপর দাঁড়ানো তার ভিত্তি গড়ে তোলেন ফেরদৌস ওয়াহিদ ও আরো কয়েকজন। চলতি সময়েও তিনি গেয়ে চলেছেন। ইদানিং ফেরদৌস ওয়াহিদকে ছেলে হাবিবের সুরে গান গাইতে দেখা যাচ্ছে।

বাবার কাছ থেকেই গানটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন হাবিব। সুরের মধ্যেই হাবিবের জন্ম। সুরের মধ্যেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকে গান গাওয়ার চেয়ে বাদ্যযন্ত্রের প্রতি হাবিবের বেশি আগ্রহ। খেলতে খেলতেই শিখে নেন কঙ্গো বা কি-বোর্ড বাজানো। যে বয়সে ছেলেরা মাঠে ফুটবল বা ক্রিকেট নিয়ে ছোটাছুটি করতে পছন্দ করে, সেই বয়সে হাবিব বাবার কি-বোর্ডে নিজে নিজেই সুর করতে শুরু করেন।

ছাত্রজীবনে হাবিব অবশ্য মিউজিককে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার কথা চিন্তাও করেননি। তার স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়ার। লন্ডনে যান ব্যারিস্টারি পড়ার জন্যই। বাবা ফেরদৌস ওয়াহিদ অবশ্য সে সময়ই ছেলের মধ্যে দেখেছিলেন বড় মিউজিশিয়ান হওয়ার আভাস। তাই হাবিব যখন লন্ডন যান ব্যারিস্টারি পড়তে তখন ফেরদৌস ওয়াহিদ বলেছিলেন, তোমাকে দিয়ে ব্যারিস্টারি পড়া হবে না। এসব বাদ দাও। মিউজিকের কোনও বিষয় নিয়ে পড়। তুমি মিউজিকেই ভালো করবে।’ বাবার কথায় হাবিব প্রথমে রাগ করলেও, শেষমেশ বাবার কথাই সত্যি হল হাবিবের জীবনে।

ব্যারিস্টারি পড়তে লন্ডনে গিয়ে হাবিব প্রথম বছরই জড়িয়ে পড়েন সেখানকার সৌখিন তরুণদের গড়ে তোলা একাধিক ব্যান্ডের সঙ্গে। ব্যারিস্টারি পড়াশোনা শিকেয় ওঠে। মিউজিক নিয়েই কাটতে থাকে সকাল-সন্ধ্যা। সুরের প্রতি তার আকুলতা অবশেষে উপলব্ধি করেন হাবিব। ব্যারিস্টারি পড়াশোনা থেকে নাম কাটিয়ে ভর্তি হন স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিংয়ে। অডিও ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময়েই হাবিব এশিয়ান আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের নিতিনের সঙ্গে কাজ করার সুযোগ পান। লন্ডন ও তার আশেপাশের বিভিন্ন মাঝারি মানের হোটেলে জনপ্রিয় ইংরেজি গান গেয়ে হাবিব উপার্জনও শুরু করে দেন।

হাবিবের প্রথম লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’। লন্ডনে ছাত্র থাকাকালীন অ্যালবামটির মিউজিক কম্পোজিশনের সমস্ত কাজ শেষ করেন তিনি। গান গাওয়ার প্রতি নিজের তেমন ঝোঁক না থাকায় অ্যালবামটিতে কণ্ঠ দেওয়ার জন্য বেছে নেন লন্ডনের সিলেটি এক রেস্তোরার মালিক কায়াকে। অ্যালবামটি প্রথম লন্ডনে রিলিজ দেওয়ার পর প্রবাসী বাঙালিদের মধ্যে ‘কৃষ্ণ’ অ্যালবামটি নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়। অনেক বিদেশী শ্রোতাও অ্যালবামটির মিউজিক শোনে মুগ্ধ হন। অ্যালবামটি বাংলাদেশে রিলিজ দেওয়া হলে তা ভীষণ জনপ্রিয়তা পায়। পুরোনো লোকসঙ্গীতের সঙ্গে দেশীয় বাদ্যযন্ত্র ও পাশ্চাত্যের ইলেকট্রনিকের মিশ্রণে ‘কৃষ্ণ’ অ্যালবামটির সুর বাংলাদেশের শ্রোতাদের কাছে ছিল একেবারেই নতুন ঘরানার। সঙ্গীতপ্রিয় মানুষদের কাছে তখন থেকেই মেধাবী মিউজিশিয়ান হাবিবের পরিচয়।

২০০৪ সালে হাবিব অডিও ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়াশোনা শেষ করে লন্ডন থেকে ঢাকা ফেরেন। একজন প্রফেশনাল মিউজিশয়ান হিসেবে দেশে শুরু করেন ক্যারিয়ার। আগের অ্যালবামের মতোই হাছন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমূখ মরমী সঙ্গীতশিল্পীদের গান নিয়ে কাজ শুরু করেন। দেশীয় মাটিঘেঁষা সুরের সঙ্গে ওয়েস্টার্ন মিউজিকের মিশেল ঘটিয়ে হাবিবের কম্পোজিশনে বের হয় ‘মায়া’ ও ‘ময়না গো’ নামে পর পর দুটি অ্যালবাম। অডিও বাজারে বাণিজ্যিক সাফল্যের রেকর্ড গড়ে অ্যালবাম দুটি। হাবিব এই অ্যালবাম দুটিতে কয়েকটি নতুন কণ্ঠের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেন। হেলাল, জুলি, কনিকা, নির্ঝর, মিলন মাহমুদ প্রমুখ শিল্পীরা পরিচিতি পান হাবিবের হাত ধরেই। হাবিব নিজেও ‘ময়না গো` অ্যালবামে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

এ পর্যন্ত হাবিবের তিনটি একক অ্যলবাম বের হয়েছে। তার প্রথম একক ‘শোনো’, এটি বের হয় ২০০৬ সালে। দ্বিতীয় একক অ্যালবাম ‘বলছি তোমায়’ বের হয় ২০০৮ সালে। চলতি বছর বের হয়েছে তার তৃতীয় একক অ্যালবাম ‘আহ্বান’। তিনটি অ্যালবামের বাণিজ্যিক সাফল্য উল্লেখ করার মতো।

বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন হাবিব। তৃতীয় একক অ্যালবাম ‘আহ্বান’ বাংলালিংকের অর্থায়নে বের হয় গত এপ্রিল মাসে। প্রথমে শুধু বাংলালিংকের গ্রাহকরা এই অ্যালবামের গান শুনতে পেলেও গত ০১ জুন থেকে অ্যালবামটি ডেডলাইন মিউজিকের ব্যানারে সিডি আকারে বের হয়। এতে গান রয়েছে ৯টি। হাবিবের সুর ও সংগীতে গানগুলোর কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সাকী আহমেদ, ইলিয়াস মোল্লা, মাহবুব মহসিন ও সুস্মিতা বিশ্বাস সাথী। হাবিবের গাওয়া একক গানের পাশাপাশি এতে আছে তিনটি দ্বৈত গান। দুটিতে হাবিবের সঙ্গে গেয়েছেন ন্যান্সি ও একটিতে কণা। বাবা ফেরদৌস ওয়াহিদের গাওয়া একটি গানও এ অ্যালবামে রেখেছেন হাবিব।

স্টেজ শো, প্লেব্যাক ও জিঙ্গেল তৈরি নিয়ে ব্যস্ততার পাশাপাশি হাবিব বর্তমানে ন্যান্সীর দ্বিতীয় একক অ্যালবামের মিউজিক কম্পোজিশন করছেন। এ ছাড়াও একটি লোকগানের অ্যালবাম করার পরিকল্পনা করছেন তিনি। এ অ্যালবামে লোক শিল্পীদের সঙ্গে হাবিব নিজেও গান করবেন। বর্তমানে চলছে গান বাছাইয়ের কাজ।

সুদর্শন হাবিবের প্রেম-ভালোবাসা-রোমান্স নিয়ে শোবিজে গত কয়েক বছর ধরে শোনা গেছে নানারকম গুঞ্জন। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক থাকার বিষয়টি মিডিয়ায় ছিল ওপেন সিক্রেট। এরপর রাজধানীর সুপরিচিত এক ডিজে গ্ল্যামার গার্লের সঙ্গেও তার ঘনিষ্ঠতা নিয়ে শোনা যায় নানা মুখরোচক আলোচনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হুট করেই হাবিব ১২ অক্টোবর বুধবার রাতে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে। চট্টগ্রামে কনের বাসায় কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েটা হয়েছে পুরোপুরি হাবিবের মা রোকসানা ওয়াহিদের পছন্দে। একটি বিয়ের অনুষ্ঠানে হাবিবেব মায়ের সঙ্গে পরিচয় হয় রেহানের। প্রথম পরিচয়েই মেয়েটিকে তিনি খুব পছন্দ করে ফেলেন। তারপর মেয়েটি সম্পর্কে নিজেই খোঁজখবর নেন। কয়েকদিন আগে হাবিবকে তার পছন্দের বিষয়টি খুলে বলেন।

হাবিবের মা ছেলেকে তার পছন্দ করা মেয়েটিকে দেখাতে বুধবার চট্টগ্রামে যান। কনেকে হাবিব পছন্দ করার সঙ্গে সঙ্গে তিনি আর দেরি করলেন না। পাত্রীপক্ষের সম্মতি নিয়ে তাৎক্ষণিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। হাবিবের স্ত্রী রেহান চৌধুরী চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে। তার জন্ম সৌদি আরবে। সেখানেই তিনি বড় হয়ে ওঠেন। কয়েক বছর আগে দেশে ফেরেন। রেহানের বাবা একজন ব্যবসায়ী। গতবছর উচ্চ মাধ্যমিক পাশ করার পর রেহান চৌধুরী চট্রগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছেন।

হাবিবের জন্ম তারিখ ১৫ অক্টোবর। বিয়ের পর নিজের প্রথম জন্মদিনটিতে হাবিব নববধূকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে উদযাপন করেছেন। দুদিন পর ঢাকায় ফিরেই তাকে একটি স্টেজ শোতে অংশ নিতে মালয়েশিয়া রওনা হতে হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তিনি দেশে ফিরবেন। রাত ১১টায় যোগ দেবেন বাংলানিউজ অনলাইন লাইভ আড্ডায়। বিয়ের পর হাবিব প্রথম এই আড্ডার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মুখোমুখি হচ্ছেন।

বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক, বিনোদন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply