আনন্দঘন দুর্গোৎসব

রাহমান মনি
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। বাঙালি জাতি ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। নিজ দেশে তারা যেমন সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং অংশগ্রহণ করে ধর্মীয় উৎসবকে সার্বজনীন করে তোলে তেমনি প্রবাসেও তার ধারা বজায় রাখে।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এবং প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জাপান প্রবাসীরা পালন করেছে অত্যন্ত ব্যয়বহুল এবং ব্যস্ততম শহর জাপানের রাজধানী টোকিওর আসাকুমা নামক ডার্স টাউনে। ৯ অক্টোবর রবিবার সুমিদা বিভার সাইড হলে জাপান প্রবাসী বাঙালি ছাড়াও উৎসবে মেতেছিল পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কান হিন্দু সম্প্রদায় এবং সেই সঙ্গে বিপুল সংখ্যক জাপানি সুহৃদ। দুর্গাপূজাকে অনেকেই শারদীয় উৎসব বলে থাকেন। কেউবা আবার সার্বজনীন শারদীয় উৎসব বলেও আখ্যায়িত করে থাকেন।

অসুরবিনাশী দুর্গতিনাশিনী দশভুজা দেবী দুর্গার মর্ত্যে আগমন উৎসবকে যে যেভাবেই ভাবুক না কেন জাপান প্রবাসীদের বেলায় যে তা সার্বজনীন তা বলার অপেক্ষা রাখে না। তাই তো সামনের বছর আবারও এই মর্ত্যলোকে ফিরে আসার আশা ব্যক্ত করে দেবীকে দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবার প্রাক্কালে ভক্তগণ যখন পূজাম-প নাচে-গানে মুখরিত করে তুলেছিলেন তখন তাদের সঙ্গে অন্য ধর্মাবলম্বীরা একাত্ম হয়ে আনন্দ উৎসবে শামিল হতে দেখা গেছে।

বাংলাদেশে পাঁচদিনব্যাপী দুর্গোৎসব পালন করা হলেও জাপানের মতো দেশে প্রতিকূল পরিবেশে তা পালন করা সম্ভব হয়ে ওঠে না। তাই নিকটতম ছুটির দিনে মানে একদিনেই সকল প্রকার আচার পালন করা হয়। হিন্দুশাস্ত্র মতে মা দুর্গা শরতের স্নিগ্ধ সময়ে স্বর্গলোকের কৈলাশে স্বামীগৃহ থেকে মর্ত্যরে পিতৃলোকে বেড়াতে আসেন। সঙ্গে করে নিয়ে আসেন দুই কন্যা সরস্বতী ও লক্ষ্মী এবং দুই ছেলে গণেশ ও কার্তিককে। পুরাণের বর্ণনা অনুযায়ী, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তে তিনি এই পূজা শুরু করায় এই পূজাকে বাসন্তীপূজা বলেও আখ্যায়িত হয়। কিন্তু রাবণের হাত থেকে স্ত্রী সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে শ্রীরামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবস্যা তিথিতে। এই জন্য শরৎকালের এই পূজাকে হিন্দুমতে অকালবোধনও বলা হয়। আর এই পূজাকে বলা হয় শারদীয় দুর্গাপূজা। এ সবই পুরানের কথা। দুর্গাপূজার শুরুর ইতিহাস।

দুর্গাপূজা ইতিহাসে যাই থাকুক না কেন। জাপানে প্রবাসী বাঙালি সমাজে দুর্গাপূজা শুরু হয় ১৯৯৬ সালে অর্থাৎ আজ থেকে ১৬ বছর আগে। জাপানে প্রবাসী বাঙালি অর্থাৎ প্রবাসী বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপূজা পালন সূচনা করেন। সূচনালগ্নে যাদের নামটি জড়িত আছে তাদের মধ্যে ড. সমীর কুমার পোদ্দার, সঞ্জয় দত্ত, সুখেন ব্রহ্ম, বিমান পোদ্দার, সুনীল রায়, বিপ্লব কুমার সাহা, শংকর মৃধা, খোকন নন্দী, অজিত হাওলাদার, তাপস সাহা, রতন বর্মন, গৌতম সাহা, সঞ্জিত সাহা, সুভাষ দাশ, তপন সরকারসহ আরো বেশ কয়েকজন জড়িত ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ আবার ইতোমধ্যে বাংলাদেশে চলে গেছেন। কিন্তু জাপানে দুর্গাপূজা পালিত হচ্ছে নিয়মিত। এবারের আয়োজন ছিল ১৬তম আয়োজন। ১৬তম আয়োজন বেশ সাড়ম্বরভাবেই উদ্যাপিত হয়েছে জাপানে। পাঁচ শতাধিক অতিথি, পূজারী ও ভক্তকুলের আগমন ঘটেছিল পূজা ম-পে। যাদের অধিকাংশই ছিল ভিন্ন ধর্মাবলম্বী। মেতেছিলেন আনন্দ উৎসবে।

সকাল ১১টায় পুরোহিতের কণ্ঠে চ-িমন্ত্র পাঠের মধ্য দিয়ে দেবীর বোধন শুরু হয়। এরপর মহিলাদের উলু ধ্বনি সেই সঙ্গে শঙ্খ, ঢাকে কাঠি, ধূপের ধোঁয়া, ঘণ্টাধ্বনি ও কাঁসর আওয়াজের সঙ্গে ভক্তিমন্ত্র পাঠে মুখরিত হয়ে উঠে পূজাম-প। দুপুর ১২.৩০টা অঞ্জলি প্রদানের নির্দিষ্ট সময় থাকলেও পূজারী এবং ভক্তদের কথা চিন্তা করে বিশেষ সুবিধায় চারবার অঞ্জলি প্রদান পর্ব চলে বেলা ৩টা পর্যন্ত। একইভাবে দুপুর ১.৩০টা প্রসাদ ও ভোগ বিতরণ শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলার কথা থাকলেও একটানা সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত থাকে।

বেলা ৩.৩০টা পূজা বিষয়ক আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিওর বাংলাদেশ দূতাবাসের সিডিএএআই, ইকোনমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদার। আলোচনায় অংশ নেন প্রফেসর সুয়োসি নারা, সুখেন ব্রহ্ম, বিপ্লব কুমার সাহা, ড. কিশোর কান্তি বিশ্বাস, ড. জীবন রঞ্জন মজুমদার প্রমুখ। আলোচনা পর্ব পরিচালনায় ছিলেন তনুশ্রী বিশ্বাস।

আলোচনা পর্ব শেষে আরতিতে অংশ নেন রিপন বাড়ৈ এবং তনুশ্রী পাল। এবারই প্রথম একজন শিশু আরতিতে অংশ নেয়। প্রথমবারের মতো আরতিতে অংশ নিয়ে তনুশ্রী পাল সবাইকে তাক লাগিয়ে জানান দেয় তার আগমনির কথা।

আরতির পর শুরু হয় ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে একঝাঁক শিশু অংশ নিয়ে বিভিন্ন বিনোদন উপহার দেয় দর্শকদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন ববিতা পোদ্দার। বড় বাচ্চা হিসেবে জুয়েল আহসান কামরুল কবিতা আবৃত্তি করেন তার দরাজ কণ্ঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রবাসীদের প্রিয় সাংস্কৃতিক গ্রুপ উত্তরণ। বিভিন্ন ভক্তিমূলক গানের পাশাপাশি পাঁচমিশালী গান দিয়ে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দূতাবাসের প্রথম সচিব নাজমুল হুদা প্রবাসীদের বিশেষ অনুরোধে পরপর দুটি গান গেয়ে দর্শকদের আনন্দ দেন।

সবশেষে প্রতিমা বিসর্জনের বিষাদের পূর্বে ভক্তরা নেচেগেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে হিন্দু-মুসলিম, নর-নারী ভেদাভেদ ভুলে এককাতারে এক মঞ্চে। এ যেন তখন কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ছিল সার্বজনীন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ৯ অক্টোবর ২০১১ টোকিওর সুমিদা সিটিতে।

rahmanmoni@gmail.com

সাপ্তাহিক

Leave a Reply