দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার মডেল নিয়ে গত কয়েক শতাব্দী ধরে চলা তর্ক-বিতর্ক এখনো থামে নি। আর আমাদের শোবিজের মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোনালিসা লাখো তরুণের মনে ঝড় তুলেছেন; এ নিয়ে কারো কোনো দ্বিধা নেই। একযুগের বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করছেন তিনি, ধরে রেখেছেন জনপ্রিয়তা।
বাবার দেওয়া মোনা আর মায়ের দেওয়া লিসা, দুটি নাম একসঙ্গে জুড়ে হয়ে উঠেছেন মোনালিসা। হাঁটি হাঁটি পা পা বয়স থেকে মায়ের আঙুল ধরে তার নাচের স্কুলে যাওয়া শুরু। এখনও ধরে রেখেছেন নৃত্যচর্চা। এখনো এদেশে নাচকে একক পেশা হিসেবে গ্রহণের সুযোগ আসে নি। তাই পারফর্মিং মিডিয়ার অন্য শাখাতেও পা রাখতে হয়েছে। নয়তো নাচ নিয়েই থাকতেন আজীবন। নাচটা মোনালিসার কাছে প্রথম ভালোবাসার মতোই।
১৯৯৭ সালে ক্লাস সেভেনে পড়ার সময় মিডিয়া মোনালিসার অভিষেক ফেয়ার এন্ড লাভলির একটি বিজ্ঞাপনের মাধ্যমে। তবে ব্যাপক পরিচিতি পান তিনি লিলি কসমেটিকসের বিজ্ঞাপনের মাধ্যমে। শিগগিরই আসছে মোনালিসার নতুন একটি বিজ্ঞাপন। একটি নতুন কসমেটিকসের বিজ্ঞাপনের মডেল হিসেবে তিনি আসবেন দর্শকদের সামনে।মডেলিংয়ের পাশাপাশি মোনালিসা টিভি নাটকে অভিনয় নিয়েও বেশ ব্যস্ত। আসছে ঈদের প্রায় হাফ ডজন নাটকে তিনি অভিনয় করছেন। যার মধ্যে রয়েছে- সাউন্ড অব সাইলেন্ট, খুনসুটি, লক্ষীছাড়া, সন্ধ্যা ফেরি, মনোযন্ত্র প্রভৃতি।
কয়েক বছর আগে মিউজিক জিনিয়াস হাবিবের একটি মিউজিক ভিডিওতে মোনালিসাকে দেখা অনন্য ভঙ্গিমায়। এই মিউজিক ভিডিওটি অন-এয়ার হওয়ার পর থেকে হাবিবের সঙ্গে মোনালিসার হৃদয়ঘটিত সম্পর্ক নিয়ে মিডিয়া শুরু হয় নানা গুঞ্জন। এমনকি একাধিকবার শোনা যায়, তারা বিয়ে করতে যাচ্ছেন।
সম্প্রতি হাবিব হঠাৎ করেই বিয়ে করেছেন। বিয়ে করার মধ্য দিয়ে এই গুঞ্জনে জল ঢেলেছেন হাবিব।
এ বিষয়ে মোনালিসার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, হাবিবের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি ছিল পুরোটাই মনগড়া। একসঙ্গে কাজ করতে গিয়ে শিল্পীদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠতেই পারে। হাবিব আমার একজন ভালো বন্ধু ছাড়া অন্য কিছুই নয়।
হাবিবের দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে মোনালিসা বলেন, নবদম্পতিকে আমার অভিনন্দন। একজন ভালো বন্ধু হিসেবে হাবিবের জন্য সবসময়ই আছে আমার শুভকামনা। হাবিবের সংসার যেন সুখের হয়। হাবিব যেন আরো ভালো ভালো মিউজিক আমাদের উপহার দিতে পারে।
ভবিষ্যতে হাবিবের কোনো মিউজিক ভিডিওতে মোনালিসাকে মডেল হিসেবে দেখা যাবে কিনা জানতে চাইলে তিনি বললেন, সেরকম প্রস্তাব এলে অবশ্যই গ্রহণ করবো। একজন শিল্পী হিসেবে নিজের প্রফেশনকে আমি শ্রদ্ধা করি। তাই ভালো কাজ করার সুযোগ এলে আমি অবশ্যই তা গ্রহণ করবো। তাছাড়া আগেই তো বলেছি, হাবিব আমার ভালো বন্ধু। তার সঙ্গে কাজ করতে আমার ভালোই লাগবে।
আপনি বিয়ের পিঁড়িতে কবে বসছেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, মিডিয়ার লোকজন তো এ পর্যন্ত আমাকে কয়েকবার বিয়ে দিয়েছে। তাই ঠিক করেছি, বিয়ে করার পর সবাইকে জানাবো। আগে জানাতে চাই না। কারণ আগে জানালে মানুষ বিশ্বাস করতে চাইবে না। তাই বিয়ে করার পর সেটা সবাইকে জানাতে চাই। তবে কবে নাগাদ বিয়ে করছি, তা এখনই বলতে পারছি না।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply