মাওয়ায় বাস মালিকদের সভা

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মাওয়ায় লঞ্চঘাট স্থানান্তরের প্রতিবাদে বাস মালিকের সভা শনিবার বিকালে মাওয়াস্থ ইলিশ পরিবহনের অফিসে একসভা অনুষ্ঠিত হয়েছে। মাওয়া ঘাট পরিবহণ মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইলিশ পরিবহনের কর্মকর্তা গোলাম গাউসসহ স্থানীয় বিভিন্ন পরিবহনের প্রায় ১৫ জন উপস্থিত ছিলেন। লঞ্চঘাট স্থানান্তর হলে স্থানীয় পরিবহনগুলো ক্ষতিগ্রস্ত হবে দাবী করে সভায় এব্যাপারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়। লঞ্চঘাট স্থানান্তরে সাধারণ মানুষ পক্ষে থাকায় বিরোধীতাকারীরা সুবিধা করতে পারেনি বলে স্থানীয় সূত্র জানায়। একই কারণে মাওয়া খেয়া ঘাট ইজারাদার ও মাওয়া ঘাটের দোকানীরা পিছু হটেছেন।

এদিকে ঈদের আগে ফেরী ঘাট ঘেষা লঞ্চঘাট সরিয়ে নেয়ার সব প্রস্তুতি পুরোদমে চলছে বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, আগামী ২৬ অক্টেবর মাওয়া চৌরাস্তার কাছাকাছি নতুন লঞ্চঘাটের উদ্বোধন হবে, যাতে ঈদের আগে ঘরমুখো মানুষ নির্বিগ্নে গন্তব্যে পৌছতে পারে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply