পদ্মা সেতুর অর্থায়নে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা: মুহিত

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা না কাটলে অর্থের বিকল্প উৎস খোঁজা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের আরো বলেছেন, গ্রামীণ ব্যাংকের নুতন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ আগামী তিন মাসের মধ্যেই হবে।

পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আশা করছি, জানুয়ারি মাসের মধ্যেই বিষয়টির সুরাহা হবে। তা যদি না হয়, তবে আমরা অর্থায়নের জন্য বিকল্প খুঁজবো।”

বিকল্প উৎস কী হতে পারে- প্রশ্ন করা হলে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, “সব কিছু আপনাদের বলতে হবে না কি? সময় হলেই দেখতে পাবেন।”

বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিতের ঘোষণা দেওয়ার পর গত সপ্তাহে মালয়েশিয়ার বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় পদ্মা সেতু নিয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন।

দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে ১২০ কোটি ডলার দেওয়ার কথা বিশ্বব্যাংকের।

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস কোনো ভূমিকা রেখেছেন কি না- জানতে চাওয়া হলে মুহিত বলেন, “আমার কাছে এর কোনো প্রমাণ নেই।”

‘বিশ্বব্যাংকের আপত্তি নতুন নয়’

“পদ্মা সেতুতে অর্থায়নকারী অন্য দুই সংস্থা এডিবি ও জাইকা তাদের ঋণ ছাড়ের বিষয়টি জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে” জানিয়ে মুহিত বলেন, “আশা করছি এই সময়ের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতা সমাধান হয়ে যাবে।”

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়নে আপত্তির ঘটনা এটা নতুন নয়। সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্লান্টে অর্থায়নের ব্যাপারেও তারা আপত্তি জানিয়েছিল। এখন আবার তারা আমাদের সেই প্রকল্পে অর্থায়ন করতে রাজি হয়েছে।”

“পদ্মা সেতু প্রকল্প একটি বড় প্রকল্প। এ প্রকল্পে অর্থায়নের ব্যাপারে জটিলতা হতেই পারে। আমি বারবার বলছি সব কিছুর সমাধান হয়ে যাবে।”, যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতে মুহম্মদ ইউনূস সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়েছে- গণমাধ্যমে প্রকাশিত এরকম খবর প্রসঙ্গে অর্থমন্ত্রীর মতামত জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। আমার কাছে কোনো প্রমাণ নেই।

“তবে আমি শুনেছি যে, এর পেছনে মুহম্মদ ইউনূস প্রভাব বিস্তার করেছেন।”, যোগ করেন মুহিত।

গত মাসে ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “তখন আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’স-এর কর্মকর্তাদের সঙ্গে আমার একটি বৈঠক হয়। ওই বৈঠকে তারা বলেছিল, ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়ার পর বাংলাদেশে বিদেশি সাহায্য কমে গেছে কি না?”

“আমি তাদের পরিসংখ্যান দিয়ে বলেছিলাম, আমাদের বিদেশি সাহায্য কমেনি। উল্টো বেড়েছে।”

এ বছরের শুরুতে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দিলে তার সঙ্গে সরকারের টানাপোড়েন সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিপক্ষে আইনি লড়াই চালিয়েও হারেন ইউনূস।

ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর ভারপ্রাপ্ত দিয়ে এ প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানের কাজ চলছে।

‘তিন মাসের মধ্যে গ্রামীণ ব্যাংকে নতুন এমডি’

মুহিত জানান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ দেওয়া হবে।

“গ্রামীণ ব্যাংকের নতুন এমডি খোঁজার জন্য একটি সার্চ কমিটি গঠন করা হবে” জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে আবেদনপত্র আহ্বান করা হবে। সব কিছু ঠিক করে আগামী তিন মাসের মধ্যে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে।”

গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে মুহিত আরো বলেন, “গ্রামীণ ব্যাংক জনগণের ব্যাংক। এই ব্যাংক শুধু গ্রামাঞ্চলে কাজ করবে।”

“কিন্তু গ্রামীণ ব্যাংক অনেক কিছু করেছে” মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের অধীনে ৫৪টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এর অনেকগুলোতে বিদেশি অর্থায়ন আছে।”

“এগুলোকে কিভাবে সমন্বয় করা যায় সেজন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে (আইএফসি) আমরা [সরকার] অনুরোধ করেছিলাম। কিন্তু তাদের এ সব প্রতিষ্ঠানে অর্থায়ন থাকায় তারা রাজি হয়নি।”, যোগ করেন মুহিত।

তিনি বলেন, “আমরা এখন এ সব প্রতিষ্ঠানের অডিটের জন্য চার্টার্ড একাউন্ট ফার্ম নিয়োগ দেব।”

সংবাদ সম্মেলনের আগে মন্ত্রী ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স এইচ ই নিকোলাস জে ডিন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

বিডি নিউজ 24

Leave a Reply